Ajker Patrika

রাজবাড়ীতে ফুরিয়ে গেছে করোনার টিকা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ৩৬
রাজবাড়ীতে ফুরিয়ে গেছে করোনার টিকা

রাজবাড়ীতে ফুরিয়ে গেছে করোনার টিকা। ফলে জেলার বিভিন্ন এলাকার টিকা গ্রহীতারা মোবাইলে (এসএমএস) পাওয়ার পর নির্ধারিত দিনে এসেও হাসপাতাল কেন্দ্র থেকে টিকা না পেয়ে ফিরে গেছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরবরাহ না থাকায় টিকা কার্যক্রম বন্ধ আছে।

সরেজমিনে রাজবাড়ী সদর হাসপাতালে দেখা যায়, হাসপাতালের টিকা কেন্দ্রটি জনশূন্য। দুই একজন করে আসছে টিকা নিতে। টিকাকেন্দ্রে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

মিজানপুর ইউনিয়নের বাগমাড়া এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, ‘মোবাইলে (এসএমএস) পেয়েই আজ দুপুর বারোটায় টিকা নিতে এসেছি। এখন দুইটা বাজে কারও দেখা নেই। টিকা কেন্দ্রের সামনে বসে থাকা একজন বলল টিকা নেই, বাড়ি চলে যান পরে এসে টিকা নিয়েন। কবে দেবে সেটাও জানি না। আবার টিকা আসলে জানব কীভাবে? খুবই ভোগান্তিতে পড়লাম এখন।’

প্রজ্ঞা মণ্ডল নামে এক ছাত্রী জানান, ‘আজ তাঁর টিকা নেওয়ার তারিখ ছিল। মোবাইলের খুদে বার্তা অনুযায়ী তিনি হাসপাতালের টিকাকেন্দ্রে এসেছেন। কিন্তু এখানে এসে জানতে পারেন টিকা শেষ হয়ে গেছে।’

রাজবাড়ীর সিভিল সার্জন চিকিৎসক ইব্রাহীম হোসেন টিটন জানান, শেষ দফায় সিনোফার্ম ও অ্যাস্ট্রোজেনিকার প্রায় ৬৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ব্যাপক হারে টিকা সরবরাহের কারণে মজুত শেষ হয়ে গেছে। দু এক দিনের মধ্যে টিকা পেয়ে যাবেন বলে আশা তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত