Ajker Patrika

পোটকাখালী-নলী সড়কে আবারো খানাখন্দ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫০
পোটকাখালী-নলী সড়কে আবারো খানাখন্দ

বরগুনার সদর উপজেলার পোটকাখালী-নলী সড়কটি সংস্কারের অভাবে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। তিন বছর ধরে সংস্কার না করায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প না থাকায় দুর্ভোগ নিয়েই চলাচল করছে যাত্রী, চালকেরা।

জানা যায়, ১২ কিলোমিটারের পোটকাখালী-নলী সড়ক দিয়ে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। ট্রাক, মিনিবাস, ইজিবাইক, মাহিন্দ্রা ও পিকআপসহ ছোট-বড় ইঞ্জিনচালিত যান এ সড়কে চলাচল করে। সড়কটির এমন বেহালে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চালকসহ স্থানী বাসিন্দাদের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত চার দফায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সড়কটি মেরামত করা হয়। সবশেষ ২০১৯ সালে মেরামত করা হয়েছে। এরপর করোনাকালীন আর সড়ক সংস্কার হয়নি। ফলে ওই সড়কের সিংহভাগ এখন যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পোটখালী থেকে লেমুয়া খাজুরা পর্যন্ত অংশের সড়কে পিচ উঠে ইটের খোয়া ও সুরকি বেড়িয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া লেমুয়া পিকে স্কুল থেকে কাঠালতলি পর্যন্ত পুরো সড়কের একই অবস্থা। কাঠালতলি থেকে রায়ভোগ চৌমুহনি বাজার পর্যন্ত কিছু অংশ ভালো থাকলেও মাঝে মাঝে বড় গর্ত তৈরি হয়েছে।

পোটখালী এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য আবু হেনা মোস্তফা জামাল মিল্টন বলেন, ‘তিন বছর ধরে সড়কের এ অবস্থা। বিদ্যালয়ের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করেন।’

ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, ‘একাধিকবার এলজিইডিতে যোগাযোগ করেছি, তাঁরা আশ্বাসের পর আশ্বাস দিয়েই যাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।’

যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনা সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে। বিধিমোতাবেক দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। সড়কটিতে দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত