Ajker Patrika

নিমেষে পুড়ল ৩৫ দোকান

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ১৯
নিমেষে পুড়ল ৩৫ দোকান

নরসিংদীতে গতকাল মঙ্গলবার পৃথক দুই ঘটনায় কমপক্ষে ৩৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে শেখেরচর-বাবুরহাটের পাইকারি কাপড়ের বাজারে ৩০টি দোকান ও শিবপুরের পুটিয়া মোড় বাজারে ৫টি দোকান পুড়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শেখেরচর-বাবুরহাটের পাইকারি কাপড় বাজারের নিমতলায় লুঙ্গিপট্টিতে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে কমবেশি ৩০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজারের ব্যবসায়ীরা।

পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, বিকেল ৪টার দিকে বাজারের লুঙ্গি পট্টির একটি কাপড়ের দোকানে আগুনের ধোয়া দেখতে পান স্থানীয়রা। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা পানি ও অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এর মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বুঝতে পেরে মাধবদী ও নরসিংদীর আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা না গেলেও লুঙ্গি, শাড়ি, চাদর, থ্রিপিসসহ বিভিন্ন কাপড়ের কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জাকির টেক্সটাইলের মালিক অরুন মিয়া বলেন, আমার দোকানে শাড়ি ও থ্রিপিস বিক্রি করা হয়। ঠিক কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা আমরা বুঝতে পারছি না। আগুনের খবর পেয়ে এসে দেখি সব পুড়ে গেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাপড় ব্যবসায়ী দীপেন সাহা বলেন, শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে শেখেরচর-বাবুরহাটে বেচাকেনা বন্ধ থাকে। বন্ধের সময়ে বাজারের দোকানপাট বন্ধ থাকায় লোকজনও থাকেন কম। বিকেলে আগুনের খবর পেয়ে বাজারের ব্যবসায়ীরা ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ক্ষতির আর্থিক পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে নিকটবর্তী মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে মাধবদীসহ নরসিংদীর মোট ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করা যায়নি। আগুনে ২০ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে শিবপুর উপজেলার পুটিয়া মোড় বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বাজারের মোহাম্মদ রুহুল আমিনের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে মার্কেটের উত্তর পাশের একটি লেপ তোশক তৈরির তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে থাকা উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে নরসিংদীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুড়ে যাওয়া দোকানের মালিকেরা হলেন ফার্নিচার ব্যবসায়ী নেপাল চন্দ্র সূত্রধর, লেপ তোশক ব্যবসায়ী মাসুম মিয়া, ফোম ও মেট্রেস ব্যবসায়ী আবদুস সালাম, সিমেন্ট ব্যবসায়ী জুয়েল, ডেকোরেটর ব্যবসায়ী এমরান মিয়া ও মার্কেটের মালিক মোহাম্মদ রুহুল আমিন।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহীন আলম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত