Ajker Patrika

পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে জয়ী সাংসদ

মির্জাপুর উপজেলা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ৪৩
পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে জয়ী সাংসদ

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হলেন নবনির্বাচিত সাংসদ খান আহমেদ শুভ। গতকাল সোমবার বিকেলে ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহিরের বাড়িতে যান তিনি। এ সময় জহিরুল ইসলামকে মিষ্টিমুখ করান সাংসদ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম বলেন, ‘খান আহমেদ শুভ সোমবার মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসেন এবং খোঁজ খবর নেন।’ এ ছাড়া এলাকার উন্নয়নে তাঁর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবেন বলে তাঁকে আশ্বস্ত করেন শুভ। নবনির্বাচিত সাংসদের এমন আচরণে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানান।

অপরদিকে জহিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জাপুরে ফেরার পথে খান আহমেদ শুভ মারিশান কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকায় শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত