Ajker Patrika

‘নারীদের সফল হওয়ার ক্ষেত্রে বড় বাধা পরিবার’

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩: ৩০
‘নারীদের সফল হওয়ার ক্ষেত্রে বড় বাধা পরিবার’

বর্তমানে নারী কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। হচ্ছেন সফল উদ্যোক্তাও। তবে নারীদের সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা পরিবার বলে দাবি করেছেন সংরক্ষিত আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী। গতকাল রোববার নরসিংদীতে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) উদ্যোগে আয়োজিত দেশ ব্যাপী সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ দাবি করেন।

সাংসদ তামান্না নুসরাত বুবলী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আজ ছেলেদের পাশাপাশি নারীরাও সফল উদ্যোক্তা। কোনো দিক দিয়ে পিছিয়ে নেই নারীরা। নারীদের সবচে বড় বাঁধা নিজের পরিবার। কারণ আজ নতুন উদ্যোক্তাদের থামিয়ে দিতে লোকের অভাব নেই। তবে ভয় পাবেন না। হালাল ব্যবসার ক্ষেত্রে আপনাদের পাশে আমাকে সব সময় পাবেন। ব্যবসা করুন, নিজের সম্মান ধরে রাখুন।’

বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন এনপিও ও নাসিবের উদ্যোগে গত রোববার নরসিংদী পৌর শহরে শালিধা মাইশা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি মো. রোস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নরসিংদী শাখার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, প্রকল্প সমন্বয়কারী ও এনপিও’র গবেষণা কর্মকর্তা মো. আকিবুল হক, এনপিও’র সিনিয়র রিসার্চ কর্মকর্তা ফরিদ উদ্দিন, নবধারা শিক্ষা পরিবারের সভাপতি মোতাহার হোসেন অনিক, নারী উদ্যোক্তা নাসরিন আক্তার প্রমুখ।

নরসিংদীর শিল্প উদ্যোক্তারা বিদেশেও বস্ত্রের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। করোনার সময় বস্ত্রের বাজারে ধস নামে। এই অবস্থা কাটিয়ে উঠেছে। এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু দফায় দফায় সুতার দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে নরসিংদীর টেক্সটাইল ও বস্ত্র উৎপাদন মালিকেরা। সূঁতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুতদারি ঠেকাতে সরকারে হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

পরে দ্বিতীয় অধিবেশনে ৬০ জন নারী ও ৩০ জন পুরুষ শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মশালা চলবে ৫ দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত