Ajker Patrika

১ হাজার শিক্ষার্থী পেল ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১০: ২৭
১ হাজার শিক্ষার্থী পেল ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’

নোয়াখালীর চাটখিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১ হাজার ১০০ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পুরস্কার দেওয়া হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ওপর রচনা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা শেষে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের অর্থায়নে ছিল অ্যাকটিভ ফাউন্ডেশন।
রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনের লেখা নিয়ে একটি বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে মাধ্যমিক স্তরের উপজেলার ৫৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ ১১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ এবং অ্যাকটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, মো. মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তব্য দেন চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, মিজানুর রহমান ভূঁইয়া, শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ। 
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বিজয়ীদের একটি করে ল্যাপটপ দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারীদের দেওয়া হয় ১০ হাজার টাকা করে। তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ৭ হাজার টাকা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত