Ajker Patrika

দূরপাল্লার গাড়ি বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৩৪
দূরপাল্লার গাড়ি বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের দ্বিতীয় দিনে বন্ধ রয়েছে দূরপাল্লার গাড়ির টিকিট কাউন্টারগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

গতকাল শনিবার সকালে ঢাকা ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সব দূরপাল্লার বাস সারিবদ্ধ করে রেখে চালক ও সহকারীরা চলে গেছেন। কেউবা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে। টিকিট কাউন্টারগুলো তালাবদ্ধ। অপেক্ষমাণ যাত্রীরা বন্ধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন। নওগাঁ-ঢাকা, নওগাঁ-চট্টগ্রামসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশার পাশাপাশি সীমিত আকারে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি চলাচল করছে।

ঢাকা যাওয়ায় উদ্দেশে স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছেন। মো. সাইফুদ্দিন বলেন, ‘আমি জানতাম না ধর্মঘট চলছে। কিন্তু গাজীপুরে কর্মস্থলে যেতেই হবে। বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছি।’

সাপাহার উপজেলা সদরের বাসিন্দা শরিফ ইসলাম বলেন, সান্তাহার-ঢাকা রুটে একটা ট্রেন রয়েছে। তাঁর বাড়ি দূরে হওয়ায় সময়মতো গাড়িতে এসে ট্রেনে উঠতে পারেননি। এখন অপেক্ষায় আছেন কোনোভাবে যদি ঢাকায় যাওয়া যায়। যদি ব্যবস্থা না হয়, তাহলে বাড়ি ফিরে যাবেন বলে জানান তিনি।

ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় এই ধর্মঘট। যতদিন সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে পরিবহন নেতাদের সমন্বয় না হবে, ততদিন এই ধর্মঘট চলবে। তবে তিনি আশা করছেন, দ্রুতই একটা সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত