Ajker Patrika

পাল্টাপাল্টি মামলার হুমকি

আপডেট : ২৩ মে ২০২৪, ১০: ১৬
পাল্টাপাল্টি মামলার হুমকি

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ আক্তার। এবার সমিতির বর্তমান কমিটির সহসভাপতি ডি এ তায়েবের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন নিপুণ। চুপ থাকেননি ডি এ তায়েব। তিনিও পাল্টা মামলার হুমকি দিয়েছেন।

গত বৃহস্পতিবার চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সভা শেষে সহসভাপতি ডি এ তায়েব বলেন, ‘নিপুণের মানসিক সমস্যা আছে বিধায় বারবার মামলা ও বাজে মন্তব্য করছে। তাঁর চিকিৎসা প্রয়োজন।’ তায়েবের এমন মন্তব্যে খেপেছেন নিপুণ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিপুণ বলেন, ‘ডি এ তায়েবের কোনো যোগ্যতাই নেই আমাকে নিয়ে কথা বলার। উনি বলেছেন আমার মানসিক সমস্যা আছে। এই কথা উনি এভাবে বলতেই পারেন না। আমি তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করব।’

নিপুণ আক্তার ও ডি এ তায়েবগণমাধ্যমে নিপুণের এমন মন্তব্যের পর ডি এ তায়েব বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি অবাক হইনি। উনি সব সময় এগুলোই করে থাকেন। ভালো কিছু শিখছেন বলে মনে হয় না।’ পাল্টা মামলার হুমকি দিয়ে তায়েব বলেন, ‘নিপুণ একজন আনাড়ি মামলাবাজ মহিলা। তিনি তো এটাই জানেন না, সাইবার ক্রাইমের মামলার মেরিট কী, কী কারণে এই মামলা হয়। উনি আসলে বোঝেন না মামলা কাকে বলে। সারা দেশে আমার ভক্তরা তাঁর বিরুদ্ধে মামলা করতে চাইছে। হাজিরা দিতেই ওনার দিন পার হয়ে যাবে। এমনও হতে পারে, এক দিনে দুই-তিন জেলায় তাঁর হাজিরার ডেট পড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত