Ajker Patrika

সেনা কর্মকর্তাকে হত্যায় জড়িতদের শাস্তি দাবি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৬
সেনা কর্মকর্তাকে হত্যায় জড়িতদের শাস্তি দাবি

রুমায় অস্ত্রধারীদের গুলিতে সেনার কর্মকর্তা নিহত ও সৈনিক আহত হওয়ার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখা ব্যানারে গতকাল শনিবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়। বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।

সমাবেশের আগে শহরের হোটেল হিলবার্ড এলাকা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অনেক নারীকে অংশ নিতে দেখা গেছে। সমাবেশে হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা। সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) সদস্যরা জড়িত বলে দাবি করা হয়।

এর আগে সশস্ত্র বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতেও সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জেএসএস (মূল) দলকে দায়ী করা হয়। তবে জেএসএসের (মূল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হামলায় দলের সদস্যরা জড়িত নয় বলে দাবি করা হয়।

সংগঠনের চেয়ারম্যান মুজিবর রহমান বলেছেন, ‘পার্বত্য চুক্তির ২৫ বছর পরও পাহাড়ে জনসংহতি সমিতি সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস পার্বত্য চুক্তি করলেও তাঁরা পাহাড়ে অশান্তি করে সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে রাখছে। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীকে লক্ষ্য করেও খুন-হত্যা চালাচ্ছে।’

কাজী মুজিব বলেন, ‘সন্তু লারমা বাংলাদেশের ভোটারই হননি। জাতীয় পরিচয়পত্র না নিয়েও তিনি রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। আর তাঁর দল পাহাড়ে অপরাধ করে যাচ্ছে। এটা স্বাধীন দেশের মানুষ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকেও জনসংহতি সমিতি বিভিন্ন সময় গুম, খুন ও অপহরণ করেছে। এসব হত্যা ও গুম-অপহরণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হলে পাহাড়ে এমন ঘটনা ঘটত না।’

সমাবেশে আরও বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. রুহুল আমীন, জেলা কমিটির সহসভাপতি মো. তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত