Ajker Patrika

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৫: ২৫
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময়

নীলফামারীর সৈয়দপুরে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিষয় ভিত্তিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী। আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন শাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসিওয়াচ উপজেলা সমন্বয়কারী রীমা আক্তারসহ পাঁচ ইউনিয়নের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত