Ajker Patrika

ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮: ৫১
ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

উপজেলার ওটরা ইউনিয়নে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার পর রোববার বিকেলে জল্লা ইউনিয়ন থেকে দুই সন্তানের জনক দিপক মন্ডলকে (২৮) গ্রেপ্তার করেন উজিরপুর মডেল থানার উপপরিদর্শক খায়রুজ্জামানসহ পুলিশ সদস্যেরা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৯ টায় ওটরা ইউনিয়নের এই পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েটিকে তার নানির বাড়িতে দিপক মন্ডল ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আত্মীয়স্বজন ছুটে এলে দিপক পালিয়ে যায়। ওই স্কুলছাত্রীর নানি জানান, তাঁর মেয়ে ও জামাই বরিশালে দিনমজুরের কাজ করে, নাতি তাঁর কাছে থাকে। রোববার রাতে ঘুমাতে গেলে দিপক মন্ডল ওই ঘরে এসে মেয়েটিকে ধর্ষণ করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, ওই শিক্ষার্থীর মা অভিযোগ দেয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত