Ajker Patrika

কমেছে পেঁয়াজের ঝাঁঝ

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৩: ৩৫
কমেছে পেঁয়াজের ঝাঁঝ

সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। খুলনা নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মানভেদে প্রতিকেজি পেঁয়াজ এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম কমছে।

নগরীর সোনাডাঙ্গার ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ী মো. আবদুল মালেক জানান, গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০ টাকা করে কমে গিয়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার কারণে চাষিরা তাঁদের ঘর থেকে মজুত রাখা এ পণ্যটি বের করে দিচ্ছে। ফলে বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে। যে কারণে পণ্যটির মূল্য কমে গেছে।

পূজার কারণে গত তিন দিন বর্ডার বন্ধ থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজ তেমন নেই। তবে বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসছে তাতে মনে হয় আগামী কয়েক দিনের মধ্যে এ পণ্যটি ক্রেতাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে বলে তিনি জানিয়েছেন।

পেঁয়াজের দাম সম্পর্কে জেলা বাজার কর্মকর্তা সালাম তরফদার বলেন, ‘স্বাভাবিকভাবে বছরের এই সময়ে পেঁয়াজের দাম একটু বেশি থাকে। এ বছরও তাই হয়েছে। তবে প্রান্তিক চাষিরা তাঁদের মজুত বাজারে বিক্রি করায় দাম আবারও কমছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত