Ajker Patrika

অম্লমধুর দাম্পত্যের গল্প

অম্লমধুর দাম্পত্যের গল্প

দক্ষিণ কলকাতায় বড় হয়েছে পর্ণা। পরিবারের সদস্য বলতে মোটে চারজন—মা, বাবা, ভাই আর সে। পর্ণার তাই ইচ্ছা ছিল, কোনো একান্নবর্তী পরিবারে বিয়ে করার। তাই ঘটা করে দেখেশুনে উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে বিয়ে দেওয়া হয় তার। পর্ণার জীবনসঙ্গী সৃজন বেজায় মা-ভক্ত। মায়ের অনুমতি ছাড়া এক পা-ও ফেলে না সে।

এই পরিবারে গিয়ে প্রথম দিকে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়ে পর্ণা। বিয়ের আগে যেমনটা ভেবেছিল, শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা, সহযোগিতা পাবে; বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। ফলে প্রচণ্ড হাসি-খুশি চরিত্রের মেয়ে পর্ণা দিন দিন একবারে চুপসে যায়। শ্বশুরবাড়িতে একমাত্র তার কাছের মানুষ হলো ঠাম্মি অর্থাৎ লিলি চক্রবর্তী। তিনি পর্ণাকে নানা সময়ে নানাভাবে উপদেশ-পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। পর্ণাকে বলেন, ‘বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই না মিঠের হদিস পাবি।’

এমন গল্প নিয়ে সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এতে পর্ণা চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা হয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। এরপর টিভি পর্দায় সেভাবে আর পাওয়া যায়নি তাঁকে। অবশেষে নিম ফুলের মধুর পর্ণা হয়ে আবার ফিরলেন পল্লবী। এ ধারাবাহিকে তাঁর নায়ক রুবেল দাস।

‘মিঠাই’ ধারাবাহিকটি যে সময় প্রচার হতো, অর্থাৎ রাত ৮টা ৩০ মিনিটের স্লটেই (বাংলাদেশ সময়) দেখা যাবে ‘নিম ফুলের মধু’। পল্লবী কি মিঠাইয়ের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবেন? অভিনেত্রী বলছেন, ‘অনেক দিন পর টিভির পর্দায় ফিরে খুব আনন্দ লাগছে। এই যে দর্শকদের ঘরে আবার প্রতিদিন সন্ধ্যায় ফেরা, তাঁদের সঙ্গে নতুন করে আবার সম্পর্ক তৈরি হওয়া; সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর আমরা কিন্তু মিঠাইয়ের জায়গা নিতে আসিনি। নতুনভাবে জায়গা করতে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত