Ajker Patrika

সরে দাঁড়ালেন স্বতস্ত্র প্রার্থী অরুণ কুমার

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ৫০
সরে দাঁড়ালেন স্বতস্ত্র প্রার্থী অরুণ কুমার

যশোরের বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অরুণ কুমার অধিকারী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলন থেকে তিনি ওই ইউনিয়নের নৌকার প্রার্থী আবু মোতালেব তরফদারকেও সমর্থনও জানান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম প্রমুখ।

বিদ্রোহী প্রার্থী অরুণ কুমার অধিকারী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি দল করে আসছি। এ জন্য নানা নির্যাতন-নীপিড়নও সইতে হয়েছে আমাকে। তাই মনোনয়ন না পাওয়ায় হতাশা থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জেলা কমিটির শীর্ষ নেতারা আমাকে নৌকার বিরুদ্ধে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

অরুণ কুমার অধিকারী আরও বলেন, ‘অতীতের মত এখনও দলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করলাম। বিষয়টি বিবেচনায় রেখে আসছে জেলা ও উপজেলা কমিটিতে সিনিয়র নেতৃবৃন্দ আমাকে রাখবেন, সে প্রত্যাশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত