Ajker Patrika

৫৬টি ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ২০
৫৬টি ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

মুরাদনগরে ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৫৬টি ড্রেজার এবং মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর তা আমলে নিয়ে এই অভিযান চালাল প্রশাসন। গত ২৫ নভেম্বর ‘ড্রেজার বসিয়ে কাটা হচ্ছে মাটি’ শিরোনামে উপজেলার ফসলি জমি ধ্বংসের চিত্র তুলে ধরা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সংবাদ প্রকাশের পর তা নিয়ে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়। এর পর তা আমলে নিয়ে অভিযান চালানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাঁদের নিজ ইউনিয়নে অভিযান চালান।’

ইউএনও আরও জানান, ‘অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন এবং ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত