Ajker Patrika

শিবচরে টানা বৃষ্টিতে দুর্ভোগ মানুষের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৫
শিবচরে টানা বৃষ্টিতে দুর্ভোগ মানুষের

টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার নিম্ন আয়ের মানুষ। গতকাল সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। বিশেষ করে ভ্যানচালক, দিনমজুর, খেতে-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করা মানুষেরা খুবই দুর্ভোগে পড়েন।

ভ্যান চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে সড়কে যাত্রীর সংখ্যা খুবই কম। আর বৃষ্টির মধ্যে খোলা ভ্যানে যাত্রী ওঠার প্রশ্নই আসে না। তারপরও বৃষ্টি কমলে যাত্রী পাওয়ার আশায় ভ্যান নিয়ে বের হয়েছেন তারা। এদিকে যাত্রী কম থাকায় অনেকটাই অলস সময় কাটাতে হচ্ছে ইজিবাইক, মাহিন্দ্রা চালকদের।’

গতকাল বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাতায়াতকারী যাত্রীদের পরতে হয় বিপাকে। নৌযান থেকে নেমে বৃষ্টিতে ভিজে গন্তব্যের যানবাহনে উঠতে হচ্ছে তাদেরকে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানেরা। স্থানীয় বাজারের দোকানিদের সঙ্গে আলাপ করলে তারা জানান, ‘দিনভর বৃষ্টির কারণে বাজার-ঘাট খালি। লোকজন আসেনি তেমন। বেচাকেনাও কম।’

এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাংলাবাজার ঘাটেও গতকাল বুধবার সকাল থেকে তুলনামূলক যাত্রী পারাপার কম ছিল বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে লঞ্চগুলোয় যাত্রীর সংখ্যা খুবই কম। তাছাড়া ঘাট এলাকায় বৃষ্টির কারণে কাঁদাপানিতে যাত্রীদের বেশ দুর্ভোগ হয়ে থাকে। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকে যাত্রী সংখ্যা খুবই কম। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। এ কারণেই নৌরুটে যাত্রী সংখ্যা কম রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত