Ajker Patrika

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে খুন

প্রতিনিধি, ঢাকা মেডিকেল
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে খুন

মিটফোর্ড বালুরঘাট এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। গতকাল ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলমগীর ও আনোয়ার হোসেন নামে দুজন আহত হন।

আলমগীর শরীয়তপুরের পালং উপজেলার ছোট বিনোদপুর গ্রামের আবুল হাসেম ব্যাপারীর ছেলে।

আলমগীরের সহকর্মী মাহবুল খান জানান, তাঁরা বালুরঘাটে ট্রাক থেকে ভাঙারি মাল নামানোর কাজ করেন। গতকাল ভোরে এক ব্যক্তি দৌড়ে এসে জানান, ছিনতাইকারীরা তাঁর বিদেশ যাওয়ার কাগজপত্র ও টাকা ছিনিয়ে নিয়ে নৌকায় করে পালাচ্ছে। আলমগীর ও আনোয়ার অন্য নৌকা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাঁদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জনান, আলমগীরকে গুরুতর অবস্থায় ভোরে মেডিকেলে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত