Ajker Patrika

বনাশ্রম ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২: ৩৩
বনাশ্রম ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান

রাঙামাটি সদরের যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে ৩৮তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের এই ভাবনা কেন্দ্রে গত রোববার শুরু হওয়া ধর্মীয় অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে শেষ হয়। কঠিন চীবর দানোৎসবে দূর-দুরন্ত থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, সূত্র পাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু দান ও ফানুস উৎসর্গ।

সোমবার সকালে প্রথমে ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভক্তরা। পরে পঞ্চশীল পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণচক্র চাকমা। এতে স্বাগত বক্তব্য দেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র বিহার পরিচালনা কমিটির সভাপতি পুর্ণচক্র চাকমা ও সাবেক সভাপতি দয়াল কৃষ্ণ চাকমা। এতে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সহধর্মিণী রিপা চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগীয় প্রকৌশলী মহিনী রঞ্জন চাকমার সহধর্মিণী নিরালা চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন রূপক চাকমা অরুণ চাকমা।

ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্ম দেশনা দেন, ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অন্যান্য ভিক্ষুদের মধ্য ধর্মদেশনা দেন, রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত সত্যপ্রেম মহাস্থবির প্রমুখ।

এ সময় অন্য সিনিয়র ভিক্ষুর মধ্য উপস্থিত ছিলেন দীঘিনালা বনবিহার আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ শুভবর্ধণ মহাস্থবির, ধুতাঙ্গটিলা বনবিহার অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কল্যাণ জ্যোতি মহাস্থবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত