Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীসহ ৩ জন আ.লীগ থেকে বহিষ্কার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ৫৬
বিদ্রোহী প্রার্থীসহ ৩ জন আ.লীগ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে মো. আখতারুজ্জামান জীবনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি চরকেওয়ার ইউপির বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী।

গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

এ ছাড়া তাঁর নির্বাচনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী ও যুগ্ম-সম্পাদক গজনবী মেম্বারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই কারণে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ওই তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সঙ্গে এখন থেকে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি পৃষ্ঠপোষকতার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত