Ajker Patrika

কারারক্ষীদের হাতে ছিল লাঠি, দেওয়া হয়নি অস্ত্র

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
কারারক্ষীদের হাতে ছিল লাঠি, দেওয়া হয়নি অস্ত্র

সম্প্রতি দেশের সব কারাগারে বাড়তি নিরাপত্তাব্যবস্থাসহ সতর্কতা অবলম্বন করা হলেও নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ ছিল উদাসীন। জেল কর্তৃপক্ষের অবহেলায় ১৯ জুলাই কারাগারে হামলার সময়েও প্রতিরোধ করতে পারেননি নিরস্ত্র কারারক্ষীরা।

গত রোববার নরসিংদী জেলা কারাগারের একাধিক কারারক্ষীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্লাস্টিকের একটি লাঠিই ছিল কারারক্ষীদের দায়িত্ব পালনের একমাত্র সম্বল। এতে দুর্বৃত্তদের সব কয়েদি ছাড়িয়ে নেওয়াসহ অস্ত্র ও গুলি লুটের মতো ঘটনা সম্ভব হয়েছে। এদিকে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও কয়েদি পালানোর ঘটনায় কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসন তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এসব কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৬ সদস্যের কমিটি ৫ দিন পর জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সাময়িক বরখাস্ত হওয়া জেল সুপার, জেলারসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন।

এ সময় ৬ জন কারারক্ষীসহ অন্যদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কারারক্ষীরা জানান, নরসিংদী জেলা কারাগারটি পুরোনো হওয়ায় চারপাশের দেয়াল খুবই নিচু। কারাগারটিতে কয়েদির সংখ্যাও কয়েক গুণ বেশি থাকে বরাবরই। সব মিলিয়ে কারাগারটির চারপাশের নিরাপত্তা পরিবেশ ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে আসামি পলায়নসহ দেশের সার্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি দেশের সব কারাগারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ এ নিয়ে ছিল খুবই উদাসীন। 

কারারক্ষী সাদ্দাম হোসেন বলেন, ‘ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা শুরু করলে আমরা (কারারক্ষীরা) রিজার্ভপ্রধান হেলাল উদ্দিনের কাছে অস্ত্র চাইলে তিনি অস্ত্র দেননি, উল্টো আমাদের ঘাড় ধরে ফেলে দেন। এ সময় হেলাল বলেন, ‘অস্ত্র কি তর বাপের নাকি?’ দায়িত্বরত এক কারারক্ষীর কাছে থাকা অস্ত্রটিও জমা নেওয়া হয় বলে জানান তিনি। এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়া জেল সুপার আবুল কালাম আজাদ ও বর্তমান জেল সুপার শামীম ইকবালকে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি। 

এদিকে কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৬ সদস্যের কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব ড. ফারুক। তিনি বলেন, কারও দায়িত্বে অবহেলা থাকলে সেটি তদন্তে বের হয়ে আসবে। তদন্ত কমিটি সবদিক লক্ষ্য রেখেই তদন্তকাজ চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত