Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘনে ৭ প্রার্থীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২৬
আচরণবিধি লঙ্ঘনে ৭ প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার রাত ১০টা পর্যন্ত উপজেলার ধরখার ইউনিয়নে এ জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

এর মধ্যে ধরখার ইউপির তিন চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম, সারোয়ার আলম ও গোলাম সামদানীকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।। আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা, কার্যালয়ে আলোকসজ্জা, দেয়ালে পোস্টার লাগানো ও গণ-মিছিল করায় তাঁদের এ জরিমানা করা হয়।

এর আগে চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম মিছিল বের করলে তাঁর অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সারোয়ার আলমের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ধরখার ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ওই দুই চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে নির্বাচনী প্রচার কার্যালয়ে আলোকসজ্জা ও দেয়ালে পোস্টার লাগানো অপরাধে ৪ জন ইউপি সদস্য প্রার্থীকে ৫ হাজার করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নির্বাচনী বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত