Ajker Patrika

ওয়ার্কশপ মালিককে হত্যার চেষ্টা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ৪৩
ওয়ার্কশপ মালিককে হত্যার চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় আব্দুল মালেক নামে এক ওয়ার্কশপ মালিককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন মামলার বাদী।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভান্নারা এলাকায় আব্দুল মালেক একটি ওয়ার্কশপের মালিক। একই উপজেলার ভান্নারা পশ্চিমপাড়া এলাকার সবুজ দেওয়ানের সঙ্গে তাঁর নানা কারণে পূর্বশত্রুতা রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সবুজ দেওয়ান তাঁর জনৈক ভাড়াটে এক সন্ত্রাসীকে ওয়ার্কশপের খরিদ্দার সাজিয়ে মালেককে ফোন করে কাশিমপুর থানার লস্করচালা এলাকায় ডেকে নেন। এ সময় সবুজ দেওয়ানের নির্দেশে আগে থেকে ওত পেতে থাকা শরিফ (২৬), তাহের (২৫) ও জনিসহ (২৮) ৭-৮ জনের একটি দল তাঁকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাঁরা তাঁকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথার পেছনে আঘাত করে। এ সময় তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে, সন্ত্রাসীরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। তাঁকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় সুফিয়া ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, ‘আসামিদের দ্রুত গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত