Ajker Patrika

রমজানের পূর্বপ্রস্তুতি

ইজাজুল হক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫: ৪৯
রমজানের  পূর্বপ্রস্তুতি

ইসলামে নিয়ত, সংকল্প ও পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি সফলতার পূর্বশর্ত। আসন্ন মাহে রমজানকে ফলপ্রসূ ও অর্থবহ করে তুলতে এবং এর অনন্য ফজিলত-পুরস্কার লাভ করতে এখন থেকেই কর্মপরিকল্পনা হাতে নেওয়া চাই। কারণ রমজান মুমিনের ইবাদতের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা, অশ্লীল কাজসহ যাবতীয় পাপাচার থেকে বিরত থেকে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করার মাস। অনন্য ফজিলতের মাসটি আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করা আমাদের জন্য আবশ্যক।

এ উপলক্ষে আমরা রমজানের আগেই সুন্দর পরিকল্পনা করে নিতে পারি। প্রতিদিনের ইবাদতগুলো সম্পন্ন করতে রুটিন তৈরি করতে পারি। আমাদের পার্থিব ব্যস্ততাগুলো কমিয়ে আনতে পারি। ব্যবসা-বাণিজ্য, কাজকর্ম রমজানের আগেই গুছিয়ে নিতে পারি। রমজানের সুফল পেতে হলে রমজানের গুরুত্ব অনুধাবন করতে হবে। এ জন্য প্রয়োজন—রমজানের ফজিলত, করণীয়-বর্জনীয়, রোজার প্রয়োজনীয় মাসায়েল এবং অনুকরণীয় মুসলিম মনীষীদের কর্মপদ্ধতি জেনে নেওয়া।

রমজান ক্ষমা ও মুক্তির মাস। তাই রমজান আসার আগেই আমাদের খাঁটি মনে তওবা করে নেওয়া উচিত। আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত করে নিজেদের প্রস্তুত করা চাই। এ জন্য প্রয়োজন—সব ধরনের গুনাহ থেকে মুক্ত হওয়া এবং বেশি বেশি ইবাদত ও দান-সদকার মাধ্যমে অন্তর ও ধনসম্পদ পরিচ্ছন্ন করার জোর প্রস্তুতি গ্রহণ করা। বিশেষ করে বিগত বছরের কোনো রোজা কাজা থাকলে তা রমজানের আগেই আদায় করে নেওয়া উচিত। তা ছাড়া গত রমজানের ভুলগুলো এবার শুধরে নিতে নবোদ্যমে গুনাহমুক্ত জীবন গড়ার শপথ নিতে পারি।

এভাবে পরিকল্পনা করে ফজিলতপূর্ণ মাসটির প্রতি সুবিচার করতে পারলে আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন এবং প্রভূত কল্যাণ দান করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত