Ajker Patrika

জাবির শিক্ষককে লাঞ্ছনা, প্রতিবাদ শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১০: ৩৪
জাবির শিক্ষককে   লাঞ্ছনা, প্রতিবাদ   শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষককে লাঞ্ছিত করায় প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-সংলগ্ন সড়কে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনের মাধ্যমে এ প্রতিবাদ করেন।

জানা যায়, জাবির পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপকের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

জাবির ৪৭ ব্যাচের শিক্ষার্থী সুমায়াইয়া শারমিন সূচনা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ নিয়ে আসা হয়েছে। ঘটনাটি সত্য হলে তা নিশ্চয়ই অনেক দিন ধরে আসছে। ওই শিক্ষার্থী অনেক সময় পেয়েছিলেন তাঁর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর। নিয়মতান্ত্রিক উপায়ে তাঁর (শিক্ষকের) বিচার হতে পারে। কিন্তু এভাবে দিনে-দুপুরে একজন শিক্ষার্থী, শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ পিয়াস বলেন, ‘তাকে যেভাবে অপমান করা হয়েছে তা শুধু একজন শিক্ষককে অপমান নয়, পুরো জাতির শিক্ষকদের অপমান করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখলেই বোঝা যাবে এটা পূর্ব পরিকল্পিত। তাঁরা স্যারের কাছে থেকে টাকাও দাবি করেছে এবং কার্ড (এটিএম) নিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব।’

এদিকে, জাবির ওই শিক্ষক বলেন, তিনি কোনো শিক্ষার্থীকে যৌন হয়রানি করেননি। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী রাজধানীর একটি রেস্তোরাঁর সামনে তাঁর গায়ে হাত তোলেন এবং তাঁর মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত