Ajker Patrika

নিহত বেড়ে ২৬৮, আটকে পড়াদের উদ্ধারে জোর চেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৯: ২৫
নিহত বেড়ে ২৬৮, আটকে পড়াদের উদ্ধারে জোর চেষ্টা

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত ঠিক কতজন মারা গেছে, তা পরিষ্কার নয়। তবে গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে জাভার আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, এখন পর্যন্ত ২৬৮ জন মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু।

সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিয়াঞ্জুর থেকে ১০০ কিলোমিটার দূরের রাজধানী শহর জাকার্তায়ও কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শত শত আহত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষের বাঁচানোর জন্য উদ্ধারকারীরা কাজ করে চলেছেন। যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, সেই এলাকা ঘনবসতিপূর্ণ এবং ভূমিধসের প্রবণতা রয়েছে। অনেক এলাকায় দুর্বলভাবে নির্মিত ঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকা উইদোদো। মঙ্গলবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়াটাই আমার নির্দেশ।’ জরুরি সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় অবকাঠামো পুনর্নির্মাণে ভূমিকম্প সহনীয় ঘরবাড়ি তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। বেশির ভাগ মানুষের হাড়গোড় ভেঙে গেছে। নিখোঁজ রয়েছে ১৫১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সিয়াঞ্জুর শহরের প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গ্রামের দিকে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। অ্যাম্বুলেন্সগুলো গ্রাম থেকে শহরের হাসপাতালগুলোতে আসছে।

পশ্চিম জাভার গভর্নর বলেছেন, ভূমিকম্পের পর স্থানীয় হাসপাতালটি কয়েক ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। তখন হাসপাতালের বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার রাতে তিনি এক টুইটার পোস্টে বলেছেন, এ এলাকায় পুরোপুরি বিদ্যুৎ পুনরুদ্ধার করতে তিন দিন সময় লাগতে পারে।

ইন্দোনেশিয়া একটি ভূমিকম্পপ্রবণ দেশ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এর আগে গত ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ২৫ জন নিহত ও ৪৬০ জন আহত হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশেও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত