Ajker Patrika

সাফল্য পেতে মরিয়া হৃতিক

সাফল্য পেতে মরিয়া হৃতিক

পাঁচ বছর ধরে বড় পর্দায় তেমন একটা দেখা যায়নি হৃতিক রোশনের দাপট। এ সময়ে মুক্তি পেয়েছে তাঁর মাত্র তিনটি সিনেমা। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল গত বছর ‘বিক্রম বেধা’ সিনেমায়। পুষ্কর-গায়ত্রী পরিচালিত এ সিনেমার কপালে জুটেছিল ফ্লপের তকমা। হৃতিক সর্বশেষ সাফল্যের মুখ দেখেছেন ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায়। তাই খুব সাবধানী হয়ে উঠেছেন তিনি। আগামী দিনে ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সিনেমাটির সাফল্য নিয়ে আশাবাদী হৃতিক।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় জোর দেওয়া হচ্ছে অ্যাকশনে। মূলত শাহরুখ খানের ‘পাঠান’-এর সাফল্যের কারণে এখন অ্যাকশন সিনেমার দিকেই ঝুঁকছে বলিউড। ফাইটারে হৃতিককে সাফল্য পেতে হলে টপকাতে হবে পাঠান সিনেমার অ্যাকশনের মানদণ্ড। এটা মেনেই কাজ চলছে ফাইটার সিনেমার। তাই সব মনোযোগ অ্যাকশন নিয়ে। জানা গেছে, ২৫ মিনিটের ক্লাইমেক্স দৃশ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১২০ ঘণ্টার শুটিং। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। অ্যাকশন দৃশ্যের নির্দেশনা দিতে উড়িয়ে আনা হয়েছে হলিউডের নামী স্টান্ট ডিরেক্টরকে। কোনো কিছুতেই কমতি রাখতে চাইছেন না নির্মাতা।

হৃতিকের জন্য অ্যাকশন সিনেমায় অভিনয় করা নতুন কিছু নয়। তাঁর সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘ওয়ার’ও ছিল অ্যাকশনে ভরপুর। তবুও নির্ভার থাকতে রাজি নন হৃতিক। পরিচালকদের সঙ্গে অ্যাকশন দৃশ্যগুলোর পরিকল্পনায় নিজেও জড়িত থাকছেন। বলা হচ্ছে, এ সিনেমার মতো অ্যারিয়াল অ্যাকশন আগে কোনো ভারতীয় সিনেমায় দেখেননি দর্শক। সাফল্য পেতে মরিয়া হৃতিক নিজের লুকেও এনেছেন পরিবর্তন।

‘ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে দর্শকের সামনে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের ২৫ জানুয়ারি। ফাইটার শেষ হওয়ার পর হৃতিক শুরু করবেন ‘ওয়ার টু’ সিনেমার কাজ। সে সিনেমাও হবে পুরোপুরি অ্যাকশননির্ভর। এখন ফাইটারের অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা সাজাতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত