Ajker Patrika

ধর্ষণের অভিযোগে রাঙামাটিতে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৯: ২৪
ধর্ষণের অভিযোগে  রাঙামাটিতে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ৩৫ বছরের এক নারী। গত বৃহস্পতিবার রাতে রাঙামাটির কোতোয়ালি থানায় তিনি এই মামলা করেন। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ আনা হয়েছে কাজলের বিরুদ্ধে।

ভুক্তভোগী অভিযোগে জানান, ২০১৯ সালের আগস্ট মাসে তাঁর সঙ্গে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের পরিচয় হয়। পরে ৭ আগস্ট দুপুরে নুর মোহাম্মদ কাজলের সহযোগী বদরুল ইসলাম ও রবিউল ইসলাম সিএনজিতে করে তাঁকে কাঁঠালতলীতে কাজলের অস্থায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়ে আসেন। সেখানে একজন হুজুর ডেকে কাবিন ছাড়াই বিয়ে পড়ানো হয়। পরে নানা অজুহাতে কাবিনের বিষয়টি এড়িয়ে যান কাজল। কিন্তু স্বামী-স্ত্রীর মতো জীবন শুরু করায় কাজলকে স্বামী বলে পরিচয় দিতেন ভুক্তভোগী।

এতে আরও বলা হয়, ‘একপর্যায়ে আমি গর্ভবতী হয়ে পড়ি। বিষয়টি কাজলকে জানালে সে আমাকে নানা ভয়ভীতি দেখায়।’ এ ছাড়া যুবলীগ নেতা ভুক্তভোগীর কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নিলেও পরিশোধ করেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বারবার ফোন দিয়েও কাজলের নম্বর বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে অভিযোগকারী নারীও ফোন ধরেননি। রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘একজনের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) রাতে ধর্ষণের মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত