Ajker Patrika

কাউন্সিলর সোহেলসহ দুই হত্যা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ২৪
কাউন্সিলর সোহেলসহ দুই হত্যা

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের একজন মামলায় এজাহারভুক্ত আসামি। অপরজনের নাম তদন্তে উঠে এসেছে। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা হত্যার মামলায় এজাহারে উল্লেখ থাকা ৮ নম্বর আসামি জিসান মিয়াকে সদর উপজেলার পাঁচথুবি এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

অপর দিকে মামলা সংশ্লিষ্ট তদন্তে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু (১৯) নামে এক তরুণের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁকে দেবিদ্বার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আটক দুজনকে গতকাল সোমবার আদালতে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

কাউন্সিলর সোহেল ও হরিপদ হত্যার ঘটনায় এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হলো।

নিহত কাউন্সিলরের ভাই সৈয়দ রুমন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। এতে ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত