Ajker Patrika

সিনেমা ও গান নিয়ে আসছেন এস ডি রুবেল

সিনেমা ও গান নিয়ে আসছেন এস ডি রুবেল

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। ‘তোরে লইয়া যাইমু ঢাকা’ শিরোনামের গানটি লিখেছেন কামরুল নান্নু। মুরাদ নূরের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। নতুন গান প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, ‘গতানুগতিকের বাইরে একটি হিপহপ গান করলাম। গানটিতে টিনএজ একটা ফিল আছে। ঢাকার শহরের ঐতিহ্যবাহী আর দর্শনীয় স্থানগুলো উঠে এসেছে গানের কথায়। শ্রোতাদের বেশ ভালো লাগবে। নতুন এস ডি রুবেলকে খুঁজে পাবেন গানে।’

তোরে লইয়া যাইমু গানের ভিডিও প্রকাশ পাবে এস ডি রুবেল ফাউন্ডেশন ও নূর ক্রিয়েশনসের ইউটিউব, ফেসবুক চ্যানেলসহ একাধিক ডিজিটাল মাধ্যমে। এদিকে কোরবানির ঈদের পরেই মুক্তি পাবে এস ডি রুবেল পরিচালিত প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী রুবেল। তিনি বলেন, ‘জুলাই মাসের মাঝামাঝি সময়ে আমার পরিচালিত প্রথম সিনেমা বৃদ্ধাশ্রম মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি। চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক মেসেজ দিতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

পরিচালনার পাশাপাশি বৃদ্ধাশ্রম সিনেমায় অভিনয় করেছেন এস ডি রুবেল। তাঁর বিপরীতে আছেন চিত্রনায়িকা ববি হক। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সিনেমার গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছেন এসডি রুবেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত