Ajker Patrika

এবার বোরো চাষ হবে রাইস ট্রান্সপ্ল্যান্টারে

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩০
এবার বোরো চাষ হবে রাইস ট্রান্সপ্ল্যান্টারে

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে সরকারি কৃষি প্রণোদনার আওতায় রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হবে। এ উপলক্ষে বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে সমলয়ের বীজতলার কার্যক্রম চলছে।

যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করা হলে কৃষকের উৎপাদন খরচ কম হবে। এ ছাড়া ফসল কর্তনের অপচয় রোধ হবে, শ্রমিকের কায়িক শ্রম লাঘব হবে, শ্রমিকের অভাব পূরণ হবে এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে সমকালীন পদ্ধতিতে বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে উপজেলা কৃষি অফিস।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার কৃষি জমিগুলোতে এখন শীতকালীন ফসল আবাদ হয়েছে। আলু, পেঁয়াজ, সরিষা, ভুট্টা, গম, সূর্যমুখী ও শাকসবজি করা হয়েছে। এ ছাড়া বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে কাজ করছেন অনেক কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি বোরো মৌসুমে উপজেলায় ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এবার রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হবে। ৪ হাজার ৫০০ প্লাস্টিক ট্রেতে জৈবসার মিশ্রিত মাটি ভরাট করে, প্রতিটি ট্রেতে ১০০ গ্রাম অঙ্কুরিত বীজ বপন করা হবে।

শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা করতে তা ঢেকে দেওয়া হবে স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে। বোরো ধানের আধুনিক জাত হিসেবে লাল তীরের হাইব্রিড টিয়া ভিত্তি বীজ ব্যবহার করা হয়েছে। কৃষি অফিস নিয়মিত বীজতলার পরিচর্যা করছে। বীজতলার দুপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে সেচ। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হবে।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের জন্য ট্রেতে উৎপাদিত চারা রোগ বালাই মুক্ত হয়। পলিথিন সিট দিয়ে ঢেকে দেওয়া হয়, ফলে তীব্র শৈত্যপ্রবাহেও চারা সুস্থ থাকে। এ যন্ত্রের মাধ্যমে ধানের ফলন বৃদ্ধি পায়।

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, সিরাজদিখান উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় এ প্রকল্প দেওয়া হয়েছে। বোরো ধানের সমকালীন চাষাবাদ প্রযুক্তিটি কৃষকের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করবে। এ প্রযুক্তিতে বোরোধান চাষ করা হলে কৃষকের ধান চাষের উৎপাদন খরচ ও সময় দুই সাশ্রয় হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত