Ajker Patrika

পলাতক আসামি নিলেন ইউপি সদস্যের শপথ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৫
পলাতক আসামি নিলেন ইউপি সদস্যের শপথ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার বালুচর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হন আফজাল হোসেন। এরপর গত সোমবার উপজেলার অডিটরিয়ামে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ মোট ১৬৮ ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনসহ অনেকে। শপথ অনুষ্ঠানে উপজেলা ও পুলিশ প্রশাসনের সামনেই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফজাল হোসেনের শপথ নেওয়াকে কেন্দ্র করে এলাকায় চলছে আলোচনার ঝড়।

জানা যায়, উপজেলার বালুচর ইউপির আকবরনগর এলাকায় টেঁটা সংঘর্ষের ঘটনায় আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইমরান খান বলেন, ‘গত দুই দিন আগ পর্যন্ত তাঁর জামিন হয়েছে কি না আমি জানি না। জামিনের কোনো কাগজ থানায় আসেনি। তবে তিনি শপথ নিয়েছেন কি না আমার জানা নেই। তাঁকে আমরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘শপথ গ্রহণের সময় আফজাল হোসেন সবার সঙ্গে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন। আফজাল ওয়ারেন্টভুক্ত আসামি কি না সে বিষয়ে আমার জানার কথা না। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। আমি শুধু শপথ পড়িয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত