বেরোবি সংবাদদাতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাসে নির্মাণ করা হয়নি স্থায়ী শহীদ মিনার। এতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনজরের অভাবে বিষয়টি এখনো অবহেলিত থেকে গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুর দিকে কাপড় দিয়ে বানানো শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হতো। দুর্বৃত্তরা ২০১১ সালে এভাবে বানানো মিনারে আগুন দেয়। পরের বছর তড়িঘড়ি করে কংক্রিটের অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মকুল বলেন, ‘দেশের অন্যান্য প্রতিষ্ঠানে বড় বড় শহীদ মিনার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকা দুঃখজনক।’
বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চারজন উপাচার্যের মেয়াদ শেষে এখন পঞ্চম উপাচার্য এসেছেন। তাঁদের কেউ এখনো শহীদ মিনার নির্মাণের উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোনালিসা আক্তার মীম জানান, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্থায়ী শহীদ মিনারে কাপড় পেঁচিয়ে দায়সারাভাবে শহীদ দিবস পালন করছে।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাজু ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়ে থাকলেও এখানে স্থায়ী কোনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্থাপনার কাজ আটকে আছে। তবে আশার বিষয় কাজগুলো অচিরেই ত্বরান্বিত হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপসহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা অনুসারে সব কাজ এখনো বাস্তবায়ন হয়নি। সব কাজ হলে শহীদ মিনারসহ অন্যান্য স্থাপনাও নির্মাণ করা হবে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাসে নির্মাণ করা হয়নি স্থায়ী শহীদ মিনার। এতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনজরের অভাবে বিষয়টি এখনো অবহেলিত থেকে গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুর দিকে কাপড় দিয়ে বানানো শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হতো। দুর্বৃত্তরা ২০১১ সালে এভাবে বানানো মিনারে আগুন দেয়। পরের বছর তড়িঘড়ি করে কংক্রিটের অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মকুল বলেন, ‘দেশের অন্যান্য প্রতিষ্ঠানে বড় বড় শহীদ মিনার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকা দুঃখজনক।’
বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চারজন উপাচার্যের মেয়াদ শেষে এখন পঞ্চম উপাচার্য এসেছেন। তাঁদের কেউ এখনো শহীদ মিনার নির্মাণের উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোনালিসা আক্তার মীম জানান, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্থায়ী শহীদ মিনারে কাপড় পেঁচিয়ে দায়সারাভাবে শহীদ দিবস পালন করছে।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাজু ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়ে থাকলেও এখানে স্থায়ী কোনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্থাপনার কাজ আটকে আছে। তবে আশার বিষয় কাজগুলো অচিরেই ত্বরান্বিত হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপসহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা অনুসারে সব কাজ এখনো বাস্তবায়ন হয়নি। সব কাজ হলে শহীদ মিনারসহ অন্যান্য স্থাপনাও নির্মাণ করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪