Ajker Patrika

ঝুঁকিপূর্ণ শতবর্ষী সেই চার গাছ কাটা শুরু

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১১
ঝুঁকিপূর্ণ শতবর্ষী সেই চার গাছ কাটা শুরু

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে বাসস্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ শতবর্ষী সেই চারটি শিরিষ গাছ কাটা শুরু হয়েছে। যশোর জেলা পরিষদ এই গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার সকাল থেকে এই গাছ কাটা শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এই গাছ কাটা শুরু হওয়ায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভেতরে উচ্ছ্বাস দেখা গেছে। এ ঘটনায় তাঁরা মিষ্টি বিতরণ করেছেন।

ঝিকরগাছা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় শতবর্ষী ঝুঁকিপূর্ণ চারটি শিশুগাছ কাটার দাবিতে বেশ কিছু দিন ধরে এলাকাবাসী নানা কর্মসূচি পালন করেন। এ দাবিতে স্মারকলিপি দেওয়া, মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। অবশেষে জেলা পরিষদ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।

গাছ কাটার দাবিতে কর্মসূচি পালনকারী আশরাফুজ্জামান বাবু বলেন, এই গাছগুলো কাটার কারণে এই অঞ্চলের ব্যবসায়ী ও পথচারীরা ঝুঁকিমুক্ত হলো।

কে এম আমানুল কাদির টুল্লু বলেন, আমাদের দাবিকে আমলে নিয়ে জেলা পরিষদের গাছ কাটার সিদ্ধান্তে তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই।

এস কে সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, গাছগুলো কাটার সিদ্ধান্ত আমাদের জন্য আনন্দের। এই গাছের কারণে আমরা যেমন আতঙ্কে থাকতাম, তেমনি পথচারীরা মার্কেটে ভয়ে ঢুকত না।

জেলা পরিষদ সদস্য শাহানা আক্তার বলেন, এলাকার ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাছ কাটার সব খরচ জেলা পরিষদের। কারণ এই গাছের মালিক জেলা পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত