Ajker Patrika

পর্যটনকেন্দ্র হচ্ছে ভেদিকুড়ার চীনামাটির পাহাড়

কামরুল হাসান, ধোবাউড়া
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ১০
পর্যটনকেন্দ্র হচ্ছে ভেদিকুড়ার চীনামাটির পাহাড়

ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভেদিকুড়া চীনামাটির পাহাড়ে পর্যটনের দ্বার খুলছে। পাহাড়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলার সব ধরনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ছোট-বড় অসংখ্য সবুজ পাহাড়ে ঘেরা গ্রামে ভেদিকুড়া গারো পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা পাহাড়ি অঞ্চলটি জুড়িয়ে দেয় প্রকৃতিপ্রেমী মানুষের মন। এই পাহাড়ের গায়ে রয়েছে মেঘের মতো দেখতে চীনামাটি। দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসেন চীনামাটির সৌন্দর্য দেখতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকে ভেদিকুড়া সীমান্তকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র বলে দাবি করে আসছিলেন। ধোবাউড়া সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে ভেদীকুড়া। সীমান্তের সড়ক দিয়েও ভেদীকুড়া পাহাড় দেখতে আসেন অনেকে। ওপারে ভারতের মেঘালয়ের অসংখ্য পাহাড়েরও দেখা মেলে। ওই স্থানে পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় মনসাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সাইদুল ইসলাম বলেন, এখানে কবি-সাহিত্যিকদের আড্ডা হয়। এ জন্যই আমরা ‘সবুজ ছায়া পর্যটনকেন্দ্র’ নামকরণের দাবি জানিয়েছি।

ভেদিকুড়া বিট কার্যালয় সূত্র জানায়, ভেদিকুড়া মৌজায় ৫ একর জায়গাজুড়ে ২০-২৫টি ছোট-বড় চীনামাটির পাহাড় রয়েছে।

কবি মতেন্দ্র মানখিন ও জ্যোতিষ চন্দ্র রায় জানান, সবুজের সমারোহ এই গ্রাম ও চীনামাটির সৌন্দর্য মন জুড়িয়ে যায়। পর্যটনকেন্দ্রটির নাম ‘সবুজ ছায়া’ করা হলে অনেক ভালো হবে।

উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক শামসুল হক মৃধা বলেন, ‘এখানে সরকারিভাবে পর্যটনকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ায় আমরা খুশি হয়েছি। এতে এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতায় জায়গাটির উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ বিনোদনকেন্দ্র হিসেবে জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পর্যটনকেন্দ্র স্থাপন হতে যাচ্ছে। আশা করি, এখান থেকে সরকারের রাজস্ব আয় হবে এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে।’

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, ‘এই এলাকা পর্যটনকেন্দ্রের জন্য উপযুক্ত। পরিদর্শন করে পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত