Ajker Patrika

মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অনন্য

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অনন্য

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সমবায় দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের কৃষি, মৎস্যচাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও নারীর ক্ষমতায়নে সমবায়ের ভূমিকা অপরিসীম।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সকালে খুলনা নগরীর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় আরও বলেন, সমবায় আন্দোলন জোরদার করে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এ জন্য সমবায় সমিতিকে আরও গতিশীল, উন্নত ও শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। সমবায় ভিত্তিক কৃষি খামার গড়ার পরিকল্পনা নিয়ে এর কার্যক্রমও তিনি শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে সে কর্মসূচি আর অগ্রসর হয়নি।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান। স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দারসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সিটি মেয়র পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং পাঁচজন শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। শ্রেষ্ঠ সমবায় সমিতি হলো: বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি লি; রূপসা সাদা মাছ আড়ংদার বহুমুখী সমবায় সমিতি লি; পূর্ব বানিয়াখামার জনকল্যাণ বহুমুখ সমবায় সমিতি লি; খেয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: ও দি ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত