Ajker Patrika

ধুঁকছে মালখানগর খাল

আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৯
ধুঁকছে মালখানগর খাল

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর খাল একসময় সেচসহ মৎস্য উৎপাদনের কাজে ব্যবহৃত হতো। ১২ মাস পানি পাওয়া যেত। এখন দখল-দূষণের কারণে এটি অস্তিত্ব হারাচ্ছে। এর ফলে কৃষকেরা পানির সংকটে পড়েছেন। উপজেলার কৃষকেরা ধান, আলু, সরিষা, ভুট্টাসহ কৃষির ওপর নির্ভরশীল। তবে বছরের বেশির ভাগ সময় খালে পানি না থাকায় ফসল ফলাতে নলকূপ ওপর নির্ভর করতে হচ্ছে। তাই খালটি পুনর্খনন করার দাবি কৃষকদের।

গতকাল বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, মালখানগর খালটি নাব্যতা সংকটে শুকিয়ে গেছে। এখন বছরের বেশির ভাগ সময় পানি পাওয়া যায় না। এ খালটির বিভিন্ন অংশে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় পানিশূন্যতা দেখা দিয়েছে। এ ছাড়া দীর্ঘদিন খাল খনন না হওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই খালের পানি শুকিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে কয়েক বছর পরই খালটি আর খুঁজে পাওয়া যাবে না। এ ছাড়া দখল-দূষণ তো আছেই। তাই পুনর্খনন করে খালটিতে পানি সচল করে দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকসহ এলাকাবাসী।

জানা যায়, মালখানগর, বয়রাগাদী, ইছাপুরা, মধ্যপাড়া, জৈনসার, কোলা, শ্রীনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় বয়ে গেছে এ খালটি। অনেক বছর ধরে খনন না হওয়ায় বিভিন্ন অংশ দখল-দূষণে পড়েছে।

মালখানগর ইউনিয়নের বাসিন্দা আহসানুল ইসলাম বলেন, ‘মালখানগর খালটি বছরের বেশির ভাগ সময়ে শুকিয়ে থাকে। এ খেলাটি ভালোভাবে খনন করে দিলে বছরের অনেকটা সময় পানি থাকত এবং কৃষকদের অনেক সুবিধা হতো। কিন্তু খালটি শুকিয়ে থাকার কারণে আমাদের কোনো সুবিধাই হয় না। দীর্ঘদিন শুকিয়ে থাকায় এ খালটি দখল-দূষণ হচ্ছে। এ খালটি পুনর্খনন করে দিলে আমাদের জন্য ভালো হবে এবং কৃষিবান্ধব এলাকা হবে। তাই খালটি পুনর্খননের দাবি জানাচ্ছি।’

কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘এ খালে পানি থাকলে আমরা আলু ও ধানের জমিতে পানি দিতে পারি। এতে করে আমাদের দূর-দূরান্ত থেকে পানি এনে দিতে হবে না। ফসল ফলাতে অনেকটাই সাশ্রয় হবে। তাই প্রশাসন এ খালটি খনন করে দিলে আমাদের জন্য অনেক ভালো হবে। অতি দ্রুত খালটি খনন করার দাবি জানাচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, গুরুত্বপূর্ণ মালখানগর খালটি খনন করা হলে কৃষক অনেক উপকৃত হবেন। এ খাল থেকে কৃষকেরা ফসল ফলাতে সেচ দিতে পারেন এবং অনেক খরচ কম হবে। এতে কৃষকেরা লাভবান হবে। সে জন্য এখান খালটি খনন করা জরুরি।

উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘মালখানগর খালটি অতি গুরুত্বপূর্ণ। এটি খনন হলে এলাকাবাসী ও কৃষকের অনেক উপকার হবে। আমরা তিন কিলোমিটার খাল খননের আবেদন করেছি, অনুমোদনের অপেক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত