নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মাগুরা প্রতিনিধি
আজ এখানে তো কাল ওখানে—অবিরত ছোটাছুটির ভালো অভ্যাস আছে সাকিব আল হাসানের। গতকাল মঙ্গলবার সকালে সাকিব যেমন গেলেন নির্বাচনী এলাকা মাগুরায়; সন্ধ্যায় ফিরলেন ঢাকায়। রাতেই তাঁর যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা ছিল।
বিশ্বকাপে ভারতের দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এ জন্য টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ আর খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এই কদিনে নির্বাচনী কার্যক্রমে সাকিবের ব্যান্ডেজ পরা আঙুল নিশ্চয়ই সবার চোখে পড়েছে। এখন রাজনৈতিক মাঠে যতই ব্যস্ত থাকুন, আরও এক-দেড় বছর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা। জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাওয়া সাকিবের তাই দ্রুত আঙুলের চোট থেকে সেরে উঠতে হবে।
আঙুলের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিবের।
সেই পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী প্রচারণায়। তার আগে এই সময়টা তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে আসতে চান বলে জানিয়েছে সাকিবঘনিষ্ঠ একাধিক সূত্র।
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘আজ (গতকাল) রাতে যাওয়ার কথা। আমরা তাঁর আঙুলের সিটি স্ক্যান করিয়েছি, ভালোই মনে হচ্ছে। বলেছি, যেহেতু যাচ্ছ, ওখানে হ্যান্ড সার্জন দেখিয়ে আসো। না গেলে বলতাম না। ওখানে তো খুব ভালো হ্যান্ড সার্জন থাকে।’
কদিনের জন্য ভোটের মাঠ রেখে যুক্তরাষ্ট্রে গেলেও সাকিব দূর থেকেই মাগুরা-১ আসনে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ এগিয়ে নিতে চান। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গতকাল মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন সাকিব। সেখানে নিজের জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করতে। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের নিকট আশা করছি।’
বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ প্রমুখ।
আজ এখানে তো কাল ওখানে—অবিরত ছোটাছুটির ভালো অভ্যাস আছে সাকিব আল হাসানের। গতকাল মঙ্গলবার সকালে সাকিব যেমন গেলেন নির্বাচনী এলাকা মাগুরায়; সন্ধ্যায় ফিরলেন ঢাকায়। রাতেই তাঁর যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা ছিল।
বিশ্বকাপে ভারতের দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এ জন্য টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ আর খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এই কদিনে নির্বাচনী কার্যক্রমে সাকিবের ব্যান্ডেজ পরা আঙুল নিশ্চয়ই সবার চোখে পড়েছে। এখন রাজনৈতিক মাঠে যতই ব্যস্ত থাকুন, আরও এক-দেড় বছর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা। জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাওয়া সাকিবের তাই দ্রুত আঙুলের চোট থেকে সেরে উঠতে হবে।
আঙুলের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিবের।
সেই পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী প্রচারণায়। তার আগে এই সময়টা তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে আসতে চান বলে জানিয়েছে সাকিবঘনিষ্ঠ একাধিক সূত্র।
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘আজ (গতকাল) রাতে যাওয়ার কথা। আমরা তাঁর আঙুলের সিটি স্ক্যান করিয়েছি, ভালোই মনে হচ্ছে। বলেছি, যেহেতু যাচ্ছ, ওখানে হ্যান্ড সার্জন দেখিয়ে আসো। না গেলে বলতাম না। ওখানে তো খুব ভালো হ্যান্ড সার্জন থাকে।’
কদিনের জন্য ভোটের মাঠ রেখে যুক্তরাষ্ট্রে গেলেও সাকিব দূর থেকেই মাগুরা-১ আসনে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ এগিয়ে নিতে চান। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গতকাল মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন সাকিব। সেখানে নিজের জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করতে। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের নিকট আশা করছি।’
বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ প্রমুখ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫