মাদারীপুর প্রতিনিধি
আর দুই মাস পরই পৃথিবীতে আসবে সন্তান। তাকে ঘিরে শত স্বপ্ন ছিল মনিরুজ্জামান মোল্যা মনিরের (২৫)। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল এই যুবকের। ৫ আগস্ট ছাত্র-জনতার ডাকা ‘মার্চ টু ঢাকা’য় যোগ দিতে গিয়ে গুলিতে প্রাণ হারান তিনি।
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় মোল্যাবাড়ি এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম মোল্যার ছেলে মনির রাজধানীর সরকারি বঙ্গবন্ধু কলেজে পড়ালেখা করতেন। পাশাপাশি একটি জুতার কোম্পানিতে চাকরি করতেন। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তাঁর স্ত্রী সামিরা ইসলাম ৮ মাসের অন্তঃসত্ত্বা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকালে বন্ধু কাজী আলমকে সঙ্গে নিয়ে ঢাকায় যান মনির। সেখানে তাঁরা ছাত্র-জনতার ডাকা মার্চ টু ঢাকায় যোগ দেন। মাদারীপুরে ফেরার পথে পুলিশ সদর দপ্তরসংলগ্ন ফুলবাড়িয়া এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে এসে দেখেন, পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি হচ্ছে। তখন মনির ও তাঁর বন্ধু আলম জীবন বাঁচাতে ওই স্থান থেকে দ্রুত সরে যেতে চেষ্টা করেন। কিন্তু তখন গুলিবিদ্ধ হয়ে মনির রাস্তায় পড়ে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই দিন থেকে মনিরের পরিবার তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁরা ৬ আগস্ট সন্ধ্যায় জানতে পারেন, মনির গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর লাশ ঢামেকের মর্গে আছে।
আড়াই বছর আগে ভালোবেসে মনির বিয়ে করেন সদর উপজেলার মধ্যখাগদী এলাকার জলিল সরদারের মেয়ে সামিরাকে। মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন মনির। নিজের উপার্জনের টাকায় স্ত্রী, মা, বাবা, এক বোন ও তাঁর সন্তানদের খরচ জোগাতেন।
স্ত্রী সামিরা ইসলাম বলেন, ‘আমার সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি, তার আগেই আমার অনাগত সন্তান বাবাকে হারাল। আমার সন্তান এতিম হয়ে গেল। আমি এখন কী করব। আমার সন্তানের কী হবে। আমি আমার স্বামীর হত্যাকারীর বিচার চাই।’
আর দুই মাস পরই পৃথিবীতে আসবে সন্তান। তাকে ঘিরে শত স্বপ্ন ছিল মনিরুজ্জামান মোল্যা মনিরের (২৫)। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল এই যুবকের। ৫ আগস্ট ছাত্র-জনতার ডাকা ‘মার্চ টু ঢাকা’য় যোগ দিতে গিয়ে গুলিতে প্রাণ হারান তিনি।
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় মোল্যাবাড়ি এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম মোল্যার ছেলে মনির রাজধানীর সরকারি বঙ্গবন্ধু কলেজে পড়ালেখা করতেন। পাশাপাশি একটি জুতার কোম্পানিতে চাকরি করতেন। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তাঁর স্ত্রী সামিরা ইসলাম ৮ মাসের অন্তঃসত্ত্বা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকালে বন্ধু কাজী আলমকে সঙ্গে নিয়ে ঢাকায় যান মনির। সেখানে তাঁরা ছাত্র-জনতার ডাকা মার্চ টু ঢাকায় যোগ দেন। মাদারীপুরে ফেরার পথে পুলিশ সদর দপ্তরসংলগ্ন ফুলবাড়িয়া এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে এসে দেখেন, পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি হচ্ছে। তখন মনির ও তাঁর বন্ধু আলম জীবন বাঁচাতে ওই স্থান থেকে দ্রুত সরে যেতে চেষ্টা করেন। কিন্তু তখন গুলিবিদ্ধ হয়ে মনির রাস্তায় পড়ে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই দিন থেকে মনিরের পরিবার তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁরা ৬ আগস্ট সন্ধ্যায় জানতে পারেন, মনির গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর লাশ ঢামেকের মর্গে আছে।
আড়াই বছর আগে ভালোবেসে মনির বিয়ে করেন সদর উপজেলার মধ্যখাগদী এলাকার জলিল সরদারের মেয়ে সামিরাকে। মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন মনির। নিজের উপার্জনের টাকায় স্ত্রী, মা, বাবা, এক বোন ও তাঁর সন্তানদের খরচ জোগাতেন।
স্ত্রী সামিরা ইসলাম বলেন, ‘আমার সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি, তার আগেই আমার অনাগত সন্তান বাবাকে হারাল। আমার সন্তান এতিম হয়ে গেল। আমি এখন কী করব। আমার সন্তানের কী হবে। আমি আমার স্বামীর হত্যাকারীর বিচার চাই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪