২৮ জানুয়ারিকে লক্ষ্য করে এগোচ্ছে দুই অঙ্গনের অভিনয়শিল্পীদের দুই সংগঠন। চলচ্চিত্রশিল্পীদের নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আর টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ—একই দিনে পড়েছে দুই সংগঠনের ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে কয়েক দিন ধরেই রমরমা বাংলা ছবির প্রাণকেন্দ্র এফডিসি। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে চলচ্চিত্রের দুই প্যানেলের প্রার্থীদের তালিকা।
পিছিয়ে নেই ছোট পর্দাও। অভিনয় শিল্পী সংঘের ২০২২-২৫ মেয়াদের নির্বাচনকে ঘিরে নাটকপাড়াও মুখর। যেন নির্বাচনী উৎসবে মেতেছেন শিল্পীরা। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল ও আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঘোষণা করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ২১ জনের কমিটিতে স্থান পেতে এরই মধ্যে প্রার্থীরা তাঁদের প্রচারণা শুরু করেছেন।
তবে চলচ্চিত্র শিল্পী সমিতির মতো অভিনয় শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক হয় না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাট্যাঙ্গনের শিল্পীরা। সভাপতি পদে এবার মুখোমুখি দুজন—আহসান হাবিব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। বিদায়ী কমিটিতে পরপর দুই বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা নাসিম এবারই প্রথম সভাপতি পদে লড়ছেন।
আগের কমিটিতে এ পদে ছিলেন শহীদুজ্জামান সেলিম। তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি মনে করছি না, এবার নির্বাচনে আমার অংশ নেওয়া দরকার, তাই থাকছি না। আমি জানিও না, এবার কারা নির্বাচন করছেন। আপাতত অভিনয় নিয়ে ব্যস্ত আছি। মন দিয়ে এটাই করতে চাই।’
সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন—রওনক হাসান ও কবীর টুটুল। আগের কমিটিতে রওনক ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বরাবরের মতো এবারও শিল্পীরা উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আশা করি, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন।’
সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন—তানভীন সুইটি, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু। এ পদে নির্বাচিত হবেন তিনজন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি, হাসান জাহাঙ্গীর ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। এ ছাড়া আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ বলেন, ‘২৮ জানুয়ারি সারা দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলবে। শিল্পীরা তাঁদের ভোটের মাধ্যমে নতুন কমিটির দায়িত্বশীল ব্যক্তি নির্বাচন করবেন।’
প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয় শিল্পী সংঘের বর্তমান সদস্যসংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। তাই ৭৪৮ জন সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবারের নির্বাচনে।
প্রার্থীরা বলছেন—যে-ই জিতুক, তাঁদের গলায় মালা পরাবেন। তবু ভোটের মাঠে লড়াইটা মুখ্য।
২৮ জানুয়ারিকে লক্ষ্য করে এগোচ্ছে দুই অঙ্গনের অভিনয়শিল্পীদের দুই সংগঠন। চলচ্চিত্রশিল্পীদের নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আর টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ—একই দিনে পড়েছে দুই সংগঠনের ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে কয়েক দিন ধরেই রমরমা বাংলা ছবির প্রাণকেন্দ্র এফডিসি। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে চলচ্চিত্রের দুই প্যানেলের প্রার্থীদের তালিকা।
পিছিয়ে নেই ছোট পর্দাও। অভিনয় শিল্পী সংঘের ২০২২-২৫ মেয়াদের নির্বাচনকে ঘিরে নাটকপাড়াও মুখর। যেন নির্বাচনী উৎসবে মেতেছেন শিল্পীরা। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল ও আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঘোষণা করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ২১ জনের কমিটিতে স্থান পেতে এরই মধ্যে প্রার্থীরা তাঁদের প্রচারণা শুরু করেছেন।
তবে চলচ্চিত্র শিল্পী সমিতির মতো অভিনয় শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক হয় না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাট্যাঙ্গনের শিল্পীরা। সভাপতি পদে এবার মুখোমুখি দুজন—আহসান হাবিব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। বিদায়ী কমিটিতে পরপর দুই বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা নাসিম এবারই প্রথম সভাপতি পদে লড়ছেন।
আগের কমিটিতে এ পদে ছিলেন শহীদুজ্জামান সেলিম। তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি মনে করছি না, এবার নির্বাচনে আমার অংশ নেওয়া দরকার, তাই থাকছি না। আমি জানিও না, এবার কারা নির্বাচন করছেন। আপাতত অভিনয় নিয়ে ব্যস্ত আছি। মন দিয়ে এটাই করতে চাই।’
সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন—রওনক হাসান ও কবীর টুটুল। আগের কমিটিতে রওনক ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বরাবরের মতো এবারও শিল্পীরা উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আশা করি, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন।’
সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন—তানভীন সুইটি, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু। এ পদে নির্বাচিত হবেন তিনজন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি, হাসান জাহাঙ্গীর ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। এ ছাড়া আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ বলেন, ‘২৮ জানুয়ারি সারা দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলবে। শিল্পীরা তাঁদের ভোটের মাধ্যমে নতুন কমিটির দায়িত্বশীল ব্যক্তি নির্বাচন করবেন।’
প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয় শিল্পী সংঘের বর্তমান সদস্যসংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। তাই ৭৪৮ জন সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবারের নির্বাচনে।
প্রার্থীরা বলছেন—যে-ই জিতুক, তাঁদের গলায় মালা পরাবেন। তবু ভোটের মাঠে লড়াইটা মুখ্য।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫