Ajker Patrika

ফসলি জমির মাটি কাটা বন্ধের দাবি কৃষকদের

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৭: ১৭
ফসলি জমির মাটি কাটা বন্ধের দাবি কৃষকদের

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। গত শুক্রবার বিকেলে ইউনিয়নের পূর্ব লতব্দীর একটি পতিত জমিতে তাঁরা এই কর্মসূচি করেন। মানববন্ধনে অংশ নেয় এলাকার দুই শতাধিক কৃষক ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই উপজেলার বেশির ভাগ ইটভাটা লতব্দী ও বালুচর ইউনিয়নে। গত কয়েক বছরে লতব্দী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ পাশের জমির (চক) প্রায় ১ হাজার একর ফসলি জমির মাটি কাটা হয়েছে। জমি থেকে প্রথমে ভেকু মেশিন (স্কেভেটর) দিয়ে মাটি কেটে নেওয়া হয়। পরে সেই জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে জমিগুলোকে খালে পরিণত করে। এই ইউনিয়নের উত্তর ও দক্ষিণ পাশের ফসলি জমির (চক) মাটি কাটা হলেও এখন পর্যন্ত পূর্ব পাশের ফসলি জমির (চক) মাটি কাটা হয়নি। তবে এখন নতুন করে এই জমিতে ভেকু আনা হয়েছে। এই জমিগুলোর মাটি কাটা শুরু হলে দুই বছর পর সব জমি খালে পরিণত হবে। এই ফসলি জমির মাটি কাটা বন্ধে উদ্যোগ নিতে প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।

স্থানীয় কৃষক হেলাল খান বলেন, ‘এই চকের কোনো জমির এখন পর্যন্ত মাটি কাটা হয়নি। স্থানীয় বরকত তাঁর নিজের ফসলি জমি কাটা শুরু করছে। একখণ্ড জমি কাটলে পরে আস্তে আস্তে অন্য জমিগুলো ভাঙতে থাকে। পরে জমির মালিকেরা ভাঙনকৃত জমি বাধ্য হয়েই মাটি কাটার চক্রের কাছে বিক্রি করে। এরপর বাকি জমি কিনে নিয়ে তারা এগুলোকে কেটে মাটি বিক্রি করে ফেলে। তাই মাটি বিক্রি করা এবং মাটি কাটা বন্ধ করার দাবি জানাচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। এ ছাড়া আমি যদি হাতেনাতে কাউকে ধরতে পারলে অবশ্যই সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত