Ajker Patrika

ভোটে জালিয়াতির অভিযোগ

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ২৭
ভোটে জালিয়াতির অভিযোগ

পীরগাছার কৈকুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ভোট গণনায় কারচুপি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

পরাজিত সদস্য প্রার্থী মো. মোন্নাফ মিয়ার সমর্থকেরা গতকাল রোববার দুপুরে কৈকুড়ী ইউনিয়নের দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করেন।

গত বৃহস্পতিবার স্থানীয় দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নজর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ নম্বর ওয়ার্ডের ভোট নেওয়া হয়। ভোটের ফলে মো. মোজাম্মেল হক ১ হাজার ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। মোন্নাফ মিয়া পান ৯৩২ ভোট।

মোন্নাফ মিয়ার দাবি, দিলালপাড়া কেন্দ্রের ভোট সুষ্ঠু হলেও নজর মামুদ কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে। ভোটের দিন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে ফল ঘোষণা দিয়ে চলে যান।

বিক্ষোভকারীরা ভোট পুনরায় গণনা করে ফল প্রকাশ করার দাবি জানান। সেই সঙ্গে অভিযোগ করেন, বিজয়ী প্রার্থী ও তাঁর লোকজন মোন্নাফ মিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

বিক্ষোভকারীরা বলেন, প্রশাসনকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করে ফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়ী প্রার্থী মোজাম্মেল হক বলেন, ‘আমি প্রকৃত ভোটে নির্বাচিত হয়েছি। আর মোন্নাফ মিয়াকে কোনো হুমকি-ধমকি দেওয়া হয়নি।’

নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নেকমামুদ হাট অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তমাল কুমার চক্রবর্তী বলেন, ‘সব প্রার্থীর নিয়োজিত এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত