Ajker Patrika

মহাসড়কের পাশে ময়লার স্তূপ

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ৩৭
মহাসড়কের পাশে ময়লার স্তূপ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি সেতু সংলগ্ন খালে কয়েক বছর ধরে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা ফেলতে দেখা যায় এখানে। কয়েক মাস আগে মহাসড়কের এক পাশে ময়লার স্তূপ থাকলেও বর্তমানে তা রাস্তার দুপাশে ছড়িয়েছে।

এদিকে পৌর কর্তৃপক্ষের মুখে সমাধানের কথা শোনালেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। এতে পথচারী ও যানবাহনের যাত্রীদের উৎকট দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। আর নিষিদ্ধ পলিথিন বর্জ্যের কারণে অনাবাদি হচ্ছে অনেক ফসলি জমি।

পৌরসভার এভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে স্থানীয় সমাজকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন, সভা-সেমিনার, মানববন্ধন, স্মারকলিপি দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ এতে হয়েছেন চরম ক্ষতিগ্রস্ত।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। যানবাহনের যাত্রী ও পথচারীদের নাক-মুখ চেপে ধরে চলাচল করতে হয়। মহাসড়কে ময়লা ফেলার ওই স্থান অতিক্রম করার সময় অনেক যাত্রী বমিও করেন।

প্রভাতি পরিবহনের চালক মো. আলিম উদ্দিন বলেন, ‘মহাসড়কের এ স্থানে এলেই আর সামনে যেতে মন চায় না। ১০০ মিটার সড়ক পার হতে অনেক কষ্ট হয়। উৎকট দুর্গন্ধে বমি চলে আসে। এ রকম অবস্থা কয়েক বছর ধরে চলছে। দিনের পর দিন আরও বৃদ্ধি পাচ্ছে।’

স্থানীয় স্কুলশিক্ষক মোসলেম উদ্দিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কত মন্ত্রী, এমপি চলাচল করেন। এটা কী কারও চোখে পড়ে না? দিনের পর দিন এই ভোগান্তি বাড়ছে। ময়লার স্তূপের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে।’

স্থানীয় সমাজকর্মী মো. খোরশেদ আলম বলেন, ‘মহাসড়কের এ স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কোনো কোনো সময় ময়লা সড়কে ফেলে রাখা হয়। এতে সড়কের প্রশস্ততা কমে যায়। ময়লা পচে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে।’

শ্রীপুর পৌরসভার সচিব সরকার দলিল উদ্দিন বলেন, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য ইতিমধ্যে নির্দিষ্ট জায়গা নেওয়া হয়েছে।’ কোথায় জায়গা নেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা আমি সঠিকভাবে বলতে পারব না। তবে জায়গা কেনা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সেখানে ময়লা ফেলা শুরু হবে।’

শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে পৌরবাসী এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কের পাশে ময়লার স্তূপের সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। আশা করছি, মহাসড়কের পাশে ময়লা না ফেলানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে স্থানীয় পৌরসভার কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পৌরসভা বিনা অনুমতিতে রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলে আসছে। এতে আমরা ভীষণ বেকায়দায় পড়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত