Ajker Patrika

আচরণবিধি ভেঙে মনোনয়নপত্র জমা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫৪
আচরণবিধি ভেঙে মনোনয়নপত্র জমা

মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি ভেঙে মিছিল, মোটরসাইকেল ও হ্যালো বাইকযোগে শোভাযাত্রা করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার কয়েকজন চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি ভেঙে স্লোগানসহ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর।

আচরণবিধি ভেঙে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ রয়েছে বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমি প্রস্তাবকারী এবং সমর্থনকারী ছাড়া কাউকে নিয়ে যাইনি। তবে ইচ্ছে করেই প্রায় ১০০ মোটরসাইকেল এবং ১১টি হ্যালোবাইক ভর্তি করে লোক এসেছিল।’

এদিকে, বুধবার দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে এবং হ্যান্ডমাইকে স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেন বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খান। তিনি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে আমার সঙ্গে গিয়েছে।’

চালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম বিশ্বাস (শিরু) বিশাল মিছিল নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে প্রায় ৩০০ জন লোক ছিল। যারা এসেছে, আমাকে ভালোবেসে আমার সঙ্গে এসেছে।’

গালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেনও মোটরসাইকেল শোভাযাত্রা এবং মিছিল নিয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। তিনি তাঁর সঙ্গে দুই শতাধিক লোক ছিল বলে স্বীকার করেন।

হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ওসি স্যারের সঙ্গে নির্বাচন কর্মকর্তার কথা হতে পারে, আমি জানি না। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘‘এ বিষয়ে ওসিকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন। পুলিশ এসেছিল, তারা বিষয়টি দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত