হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি ভেঙে মিছিল, মোটরসাইকেল ও হ্যালো বাইকযোগে শোভাযাত্রা করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার কয়েকজন চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি ভেঙে স্লোগানসহ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর।
আচরণবিধি ভেঙে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ রয়েছে বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমি প্রস্তাবকারী এবং সমর্থনকারী ছাড়া কাউকে নিয়ে যাইনি। তবে ইচ্ছে করেই প্রায় ১০০ মোটরসাইকেল এবং ১১টি হ্যালোবাইক ভর্তি করে লোক এসেছিল।’
এদিকে, বুধবার দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে এবং হ্যান্ডমাইকে স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেন বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খান। তিনি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে আমার সঙ্গে গিয়েছে।’
চালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম বিশ্বাস (শিরু) বিশাল মিছিল নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে প্রায় ৩০০ জন লোক ছিল। যারা এসেছে, আমাকে ভালোবেসে আমার সঙ্গে এসেছে।’
গালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেনও মোটরসাইকেল শোভাযাত্রা এবং মিছিল নিয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। তিনি তাঁর সঙ্গে দুই শতাধিক লোক ছিল বলে স্বীকার করেন।
হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ওসি স্যারের সঙ্গে নির্বাচন কর্মকর্তার কথা হতে পারে, আমি জানি না। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘‘এ বিষয়ে ওসিকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন। পুলিশ এসেছিল, তারা বিষয়টি দেখবেন।’
মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি ভেঙে মিছিল, মোটরসাইকেল ও হ্যালো বাইকযোগে শোভাযাত্রা করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার কয়েকজন চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি ভেঙে স্লোগানসহ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর।
আচরণবিধি ভেঙে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ রয়েছে বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমি প্রস্তাবকারী এবং সমর্থনকারী ছাড়া কাউকে নিয়ে যাইনি। তবে ইচ্ছে করেই প্রায় ১০০ মোটরসাইকেল এবং ১১টি হ্যালোবাইক ভর্তি করে লোক এসেছিল।’
এদিকে, বুধবার দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে এবং হ্যান্ডমাইকে স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেন বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খান। তিনি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে আমার সঙ্গে গিয়েছে।’
চালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম বিশ্বাস (শিরু) বিশাল মিছিল নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে প্রায় ৩০০ জন লোক ছিল। যারা এসেছে, আমাকে ভালোবেসে আমার সঙ্গে এসেছে।’
গালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেনও মোটরসাইকেল শোভাযাত্রা এবং মিছিল নিয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। তিনি তাঁর সঙ্গে দুই শতাধিক লোক ছিল বলে স্বীকার করেন।
হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ওসি স্যারের সঙ্গে নির্বাচন কর্মকর্তার কথা হতে পারে, আমি জানি না। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘‘এ বিষয়ে ওসিকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন। পুলিশ এসেছিল, তারা বিষয়টি দেখবেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫