শাহীন রহমান, পাবনা
কাউনিয়ায় ভেজাল ও নিম্নমানের কীটনাশকে বাজার সয়লাব হয়ে গেছে। মানহীন এসব কীটনাশক জমিতে দফায় দফায় প্রয়োগ করেও সুফল মিলছে না। এ অবস্থায় পোকার আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষি বিভাগ উপজেলার হাট-বাজারে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বেচাবিক্রি বন্ধে অভিযানে নেমেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কীটনাশক ভেজাল ও নিম্ন মানের হওয়ায় পোকার আক্রমণ দমানো যাচ্ছে না। খেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা দমনে এরই মধ্যে জমিতে তিন থেকে চারবার কীটনাশক স্প্রে করতে হয়েছে। এতে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। ফলন বিপর্যয়েরও আশঙ্কা রয়েছে।
মিরবাগ ময়েশা গ্রামের কৃষক সাবলু মিয়া জানান, ধান গাছের বয়স চলছে ৬০ থেকে ৭০ দিন। এরই মধ্যে পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ ঠেকাতে জমিতে তিনবার কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তবুও জমি থেকে পোকা সরানো যাচ্ছে না।
কৃষক আকুল মিয়া বলেন, মাজরা ও পাতা মোড়ানো পোকা দমনে ২৭ দিনের ব্যবধানে তিনবার স্প্রে দিতে হয়েছে।
নাজিরদহ গ্ৰামের কৃষক কামরুজ্জামান জানান, কীটনাশকের মান ভালো হলে প্রথমবারেই পোকার আক্রমণ দমন হতো। একাধিকবার প্রয়োগ করায় অতিরিক্ত অর্থ ব্যয়সহ ধানগাছ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধিসহ ফলন বিপর্যয়ের শঙ্কা রয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী কৃষকদের ভেজাল ও নিম্নমানের কীটনাশক সরবরাহ করেন। ফলে পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে কৃষকদের।
এ প্রসঙ্গে বেইলি ব্রিজ বাজারে সরকারি নিবন্ধনকৃত কীটনাশক ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন,
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জে সরকারি নিবন্ধনকৃত কীটনাশক দোকানের পাশাপাশি অনিবন্ধিত প্রায় ২৫০টি বালাইনাশকের দোকান রয়েছে। অনিবন্ধিত এসব দোকানের কতিপয় মালিক ভেজাল ও নিম্নমানের কীটনাশক বেচাবিক্রির সঙ্গে জড়িত। এতে প্রতারিত হচ্ছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে কৃষি বিভাগের নিবন্ধনকৃত ২০৮টি কীটনাশক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশ কিছু দোকানের মালিকের বিরুদ্ধে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বেচাবিক্রির অভিযোগ উঠেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, পোকা দমনে একাধিকবার কীটনাশক স্প্রে করার পরও সুফল না পাওয়ার বিষয়টি নজরে নেওয়া হয়।
তিনি বলেন, গত সপ্তাহে উপজেলার হারাগাছ পৌরসভাসহ টেপামধুপুর, হারাগাছ, কুরশা ইউনিয়নের হাট-বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অনিবন্ধিত একাধিক কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।
কাউনিয়ায় ভেজাল ও নিম্নমানের কীটনাশকে বাজার সয়লাব হয়ে গেছে। মানহীন এসব কীটনাশক জমিতে দফায় দফায় প্রয়োগ করেও সুফল মিলছে না। এ অবস্থায় পোকার আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষি বিভাগ উপজেলার হাট-বাজারে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বেচাবিক্রি বন্ধে অভিযানে নেমেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কীটনাশক ভেজাল ও নিম্ন মানের হওয়ায় পোকার আক্রমণ দমানো যাচ্ছে না। খেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা দমনে এরই মধ্যে জমিতে তিন থেকে চারবার কীটনাশক স্প্রে করতে হয়েছে। এতে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। ফলন বিপর্যয়েরও আশঙ্কা রয়েছে।
মিরবাগ ময়েশা গ্রামের কৃষক সাবলু মিয়া জানান, ধান গাছের বয়স চলছে ৬০ থেকে ৭০ দিন। এরই মধ্যে পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ ঠেকাতে জমিতে তিনবার কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তবুও জমি থেকে পোকা সরানো যাচ্ছে না।
কৃষক আকুল মিয়া বলেন, মাজরা ও পাতা মোড়ানো পোকা দমনে ২৭ দিনের ব্যবধানে তিনবার স্প্রে দিতে হয়েছে।
নাজিরদহ গ্ৰামের কৃষক কামরুজ্জামান জানান, কীটনাশকের মান ভালো হলে প্রথমবারেই পোকার আক্রমণ দমন হতো। একাধিকবার প্রয়োগ করায় অতিরিক্ত অর্থ ব্যয়সহ ধানগাছ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধিসহ ফলন বিপর্যয়ের শঙ্কা রয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী কৃষকদের ভেজাল ও নিম্নমানের কীটনাশক সরবরাহ করেন। ফলে পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে কৃষকদের।
এ প্রসঙ্গে বেইলি ব্রিজ বাজারে সরকারি নিবন্ধনকৃত কীটনাশক ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন,
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জে সরকারি নিবন্ধনকৃত কীটনাশক দোকানের পাশাপাশি অনিবন্ধিত প্রায় ২৫০টি বালাইনাশকের দোকান রয়েছে। অনিবন্ধিত এসব দোকানের কতিপয় মালিক ভেজাল ও নিম্নমানের কীটনাশক বেচাবিক্রির সঙ্গে জড়িত। এতে প্রতারিত হচ্ছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে কৃষি বিভাগের নিবন্ধনকৃত ২০৮টি কীটনাশক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশ কিছু দোকানের মালিকের বিরুদ্ধে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বেচাবিক্রির অভিযোগ উঠেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, পোকা দমনে একাধিকবার কীটনাশক স্প্রে করার পরও সুফল না পাওয়ার বিষয়টি নজরে নেওয়া হয়।
তিনি বলেন, গত সপ্তাহে উপজেলার হারাগাছ পৌরসভাসহ টেপামধুপুর, হারাগাছ, কুরশা ইউনিয়নের হাট-বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অনিবন্ধিত একাধিক কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫