আনোয়ার হোসেন, মনিরামপুর
কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে যশোরের মনিরামপুরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে পড়েছে বাড়ির আঙিনায়, এমনকি বসতঘরে। পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার পূর্ব অঞ্চলের কয়েকটি ইউনিয়নের ২০-২৫টি গ্রামের অন্তত দুই হাজার পরিবার। পানি উঠেছে সড়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
পানির কারণে বাড়ির বাইরে যেতে পারছেন না মানুষ। কর্মহীন অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকের। এমনকি জলাবদ্ধতার কারণে মৃতদেহ দাফনের জন্য একটু শুকনো মাটি পর্যন্ত খুঁজে পাচ্ছেন না স্বজনেরা।
এদিকে উপজেলার পাঁচকাটিয়া গ্রামে জলাবদ্ধ আঙিনায় টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে সরস্বতী রায় (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দিনমজুর পলাশ রায়ের স্ত্রী। গত মঙ্গলবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
একই দিন সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে মনোহরপুর ইউনিয়নের বয়ারখোলা গ্রামের এয়াকুব আলীর। কবরস্থানে হাঁটু পানি ওঠায় তাঁর দাফন করতে পারছিলেন না স্বজনেরা। পরে চারপাশে বালুর বস্তা দিয়ে পানি আটকিয়ে তাঁর দাফনের ব্যবস্থা হয়েছে। মনোহরপুর ইউপির চেয়ারম্যান মশিয়ার রহমান এমনটি বলছিলেন।
চেয়ারম্যান বলেন, ভবদহের কারণে ইউনিয়নের চারটি গ্রামের অন্তত ২৩০-২৪০টা বসতবাড়িতে পানি উঠেছে। অনেকের রান্নাঘরে পানি ওঠায় বন্ধ হয়েছে রান্না খাওয়া।
গত কয়েক বছর ধরে ভবদহের শ্রী নদীর স্লুইসগেট দিয়ে পানি অপসারণ না হওয়ায় মনিরামপুরের হরিদাসকাটি, কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ও দুর্বাডাঙা ইউনিয়নের কয়েক হাজার বাড়ি ঘর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। শ্রী নদীতে পলি জমায় নদীতে স্রোত নেই। দফায় দফায় শত শত কোটি টাকা খরচ করে নদী খননের কাজ চললেও তা কাজে আসেনি। কয়েক মাস ধরে স্লুইসগেটে সেচ পাম্প বসিয়ে পানি সেচে পার করার কাজ চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তাও কাজে আসেনি।
চলতি মৌসুমেও বর্ষার শুরুতে কুলটিয়া ইউনিয়নের হাটগাছা, সুজাতপুর, বাজেকুলটিয়া গ্রামে পানি উঠতে শুরু করে। একে একে ওই ইউনিয়নের আলিপুর, পোড়াডাঙা, বাগডাঙা, দহকুলা, পাড়িয়ালিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দী হন হাজারো পরিবার।
সম্প্রতি বৃষ্টিতে পানি উঠেছে হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী, কুচলিয়া, পাঁচকাটিয়া ও ভুলবাড়িয়ার শতাধিক বসতঘরে। পানি উঠেছে মনোহরপুর ইউনিয়নের ভবনীপুর, বয়ারখোলা, রোজিপুর ও কপালিয়া গ্রামের দুটি ওয়ার্ডের প্রায় ২৩০টি বসতবাড়িতে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দুর্বাডাঙা ইউনিয়নের কাজিয়াড়া, দত্তকোনা, বিপ্রোকোনা ও ঝিকরডাঙার অর্ধশত বাড়িতে। পানি রয়েছে ২০-২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায়ও।
বসতবাড়ির আঙিনায় পানি ওঠায় মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। অনেকে বাড়ির উঠানে সাঁকো গেড়েছেন। অনেক দিন এমন পরিস্থিতি চললেও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসেননি কেউ।
বিপ্রকোনা গ্রামের আজহারুল ইসলাম বলেন, ‘ভ্যান চালিয়ে খাই। উঠানে হাঁটুপানি হওয়ায় বাড়ি থেকে বের হতি পারছি না। তিনবেলা ঠিকমতো খাবার জুটছে না।’
হরিদাসকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রণব কুমার বলেন, ‘গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদী ভবদহের শ্রী নদীতে মিশেছে। ভবদহের স্লুইসগেট দিয়ে পানি না সরায় মুক্তেশ্বরী নদীর পানি আর গ্রামের পানি সমান হয়ে গেছে। পানি কোনো দিকে সরছে না। বসতবাড়িতে এক-দেড় ফুট পানি জমে আছে।’
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, ‘সম্প্রতি বাজেকুলটিয়া এলাকায় গিয়েছি। সেখানে বহু মানুষের বসতঘরে পানি উঠেছে। দ্রুত জলাবদ্ধ এলাকায় ত্রাণ সহায়তা দেব।’
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিনের ঘটনা। পানি সরানোর কোনো টেকসই প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ সমস্যার নিরসন হবে না। ভবদহ স্লুইসগেট দিয়ে অল্প করে পানি বের হচ্ছে। জলাবদ্ধতা কমতে এক মাস সময় লাগতে পারে।’
কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে যশোরের মনিরামপুরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে পড়েছে বাড়ির আঙিনায়, এমনকি বসতঘরে। পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার পূর্ব অঞ্চলের কয়েকটি ইউনিয়নের ২০-২৫টি গ্রামের অন্তত দুই হাজার পরিবার। পানি উঠেছে সড়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
পানির কারণে বাড়ির বাইরে যেতে পারছেন না মানুষ। কর্মহীন অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকের। এমনকি জলাবদ্ধতার কারণে মৃতদেহ দাফনের জন্য একটু শুকনো মাটি পর্যন্ত খুঁজে পাচ্ছেন না স্বজনেরা।
এদিকে উপজেলার পাঁচকাটিয়া গ্রামে জলাবদ্ধ আঙিনায় টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে সরস্বতী রায় (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দিনমজুর পলাশ রায়ের স্ত্রী। গত মঙ্গলবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
একই দিন সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে মনোহরপুর ইউনিয়নের বয়ারখোলা গ্রামের এয়াকুব আলীর। কবরস্থানে হাঁটু পানি ওঠায় তাঁর দাফন করতে পারছিলেন না স্বজনেরা। পরে চারপাশে বালুর বস্তা দিয়ে পানি আটকিয়ে তাঁর দাফনের ব্যবস্থা হয়েছে। মনোহরপুর ইউপির চেয়ারম্যান মশিয়ার রহমান এমনটি বলছিলেন।
চেয়ারম্যান বলেন, ভবদহের কারণে ইউনিয়নের চারটি গ্রামের অন্তত ২৩০-২৪০টা বসতবাড়িতে পানি উঠেছে। অনেকের রান্নাঘরে পানি ওঠায় বন্ধ হয়েছে রান্না খাওয়া।
গত কয়েক বছর ধরে ভবদহের শ্রী নদীর স্লুইসগেট দিয়ে পানি অপসারণ না হওয়ায় মনিরামপুরের হরিদাসকাটি, কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ও দুর্বাডাঙা ইউনিয়নের কয়েক হাজার বাড়ি ঘর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। শ্রী নদীতে পলি জমায় নদীতে স্রোত নেই। দফায় দফায় শত শত কোটি টাকা খরচ করে নদী খননের কাজ চললেও তা কাজে আসেনি। কয়েক মাস ধরে স্লুইসগেটে সেচ পাম্প বসিয়ে পানি সেচে পার করার কাজ চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তাও কাজে আসেনি।
চলতি মৌসুমেও বর্ষার শুরুতে কুলটিয়া ইউনিয়নের হাটগাছা, সুজাতপুর, বাজেকুলটিয়া গ্রামে পানি উঠতে শুরু করে। একে একে ওই ইউনিয়নের আলিপুর, পোড়াডাঙা, বাগডাঙা, দহকুলা, পাড়িয়ালিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দী হন হাজারো পরিবার।
সম্প্রতি বৃষ্টিতে পানি উঠেছে হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী, কুচলিয়া, পাঁচকাটিয়া ও ভুলবাড়িয়ার শতাধিক বসতঘরে। পানি উঠেছে মনোহরপুর ইউনিয়নের ভবনীপুর, বয়ারখোলা, রোজিপুর ও কপালিয়া গ্রামের দুটি ওয়ার্ডের প্রায় ২৩০টি বসতবাড়িতে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দুর্বাডাঙা ইউনিয়নের কাজিয়াড়া, দত্তকোনা, বিপ্রোকোনা ও ঝিকরডাঙার অর্ধশত বাড়িতে। পানি রয়েছে ২০-২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায়ও।
বসতবাড়ির আঙিনায় পানি ওঠায় মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। অনেকে বাড়ির উঠানে সাঁকো গেড়েছেন। অনেক দিন এমন পরিস্থিতি চললেও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসেননি কেউ।
বিপ্রকোনা গ্রামের আজহারুল ইসলাম বলেন, ‘ভ্যান চালিয়ে খাই। উঠানে হাঁটুপানি হওয়ায় বাড়ি থেকে বের হতি পারছি না। তিনবেলা ঠিকমতো খাবার জুটছে না।’
হরিদাসকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রণব কুমার বলেন, ‘গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদী ভবদহের শ্রী নদীতে মিশেছে। ভবদহের স্লুইসগেট দিয়ে পানি না সরায় মুক্তেশ্বরী নদীর পানি আর গ্রামের পানি সমান হয়ে গেছে। পানি কোনো দিকে সরছে না। বসতবাড়িতে এক-দেড় ফুট পানি জমে আছে।’
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, ‘সম্প্রতি বাজেকুলটিয়া এলাকায় গিয়েছি। সেখানে বহু মানুষের বসতঘরে পানি উঠেছে। দ্রুত জলাবদ্ধ এলাকায় ত্রাণ সহায়তা দেব।’
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিনের ঘটনা। পানি সরানোর কোনো টেকসই প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ সমস্যার নিরসন হবে না। ভবদহ স্লুইসগেট দিয়ে অল্প করে পানি বের হচ্ছে। জলাবদ্ধতা কমতে এক মাস সময় লাগতে পারে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫