Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১: ৩৩
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রাক্ষণকাঠী এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করায় বাবাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়িতেও হামলা করা হয় বলে জানান ভুক্তভোগী। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী বাবা।

ভুক্তভোগী জব্বার কাজী জানান, আসলাম দরানী নামে একজন দীর্ঘদিন ধরে তাঁর বিবাহিতা মেয়েকে বিয়ের জন্য উত্ত্যক্ত করে আসছিল। এতে রাজি না হওয়ায় গতকাল শনিবার তাঁর বাড়ির সামনে, আসলাম দরানী ও তাঁর দুই ভাই আহসান দরানী ও আকবর দরানীসহ একটি দল তাঁর ওপরে হামলা চালায়। তাঁকে কিল ঘুষি মেরে আহত করা হয়। এর আগে গত শুক্রবার রাতে তাঁর বাড়িতেও হামলা চালায় তারা। এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর মেয়েকে হুমকি ধামকি দিয়ে আসছিল আসলাম ও তাঁর সহযোগীরা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত