Ajker Patrika

ছেলের ছবি হাতে ছুটছেন মা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৪: ০৪
ছেলের ছবি হাতে ছুটছেন মা

ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে নিখোঁজ হয়েছেন আশিক আলী (২৪) নামের এক যুবক। পেশায় তিনি নির্মাণশ্রমিক। শেষবার যখন পরিবারের সঙ্গে তাঁর কথা হয়, তখন আশিক জানিয়েছিলেন, কারা যেন তাঁকে বাস থেকে নামিয়ে দিয়েছেন। তখন তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার দুর্গা বেলপাড়া এলাকায় ছিলেন বলে আশিক জানিয়েছিলেন। ৯ মে পরিবারের সঙ্গে এটিই তাঁর শেষ কথা।

তারপর আর আশিকের খোঁজ পাওয়া যায়নি। আশিকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। বাবার নাম সোহরাব আলী। তিনি বগুড়ায় থাকেন। দুই ছেলেকে অনেক কষ্টে বড় করেছেন মা আঙ্গুরা বেগম। ছয় দিন ধরে ছোট ছেলে আশিকের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ছেলের ছবি নিয়ে তিনি ছুটছেন এখানে-ওখানে।

গতকাল শনিবার দুপুরে ছেলের ছবি হাতে তিনি আসেন এই প্রতিবেদকের কাছে। তিনি বলেন, বছরখানেক আগে আশিককে বিয়ে করিয়েছেন। সংসারের হাল ধরতে আশিক ঢাকার নবীনগরে স্টিল বিল্ডিংয়ে শ্রমিকের কাজ করেন। ঈদে বাড়ি এসেছিলেন। তারপর ৮ মে বাড়ি থেকে যান। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি করায় তাঁকে আর সাইটে কাজে নেওয়া হয়নি।

তাই সেদিনই বিকেলে আবার গ্রামে ফিরে আসছিলেন। তিনি আসছিলেন শ্যামলী পরিবহনের বাসে। রাতের মধ্যেই তাঁর বাড়ি পৌঁছানোর কথা ছিল। কিন্তু আসেননি। পরদিন সকালে অন্য এক ব্যক্তির মোবাইল ফোন থেকে কল করে আশিক বলেন, তাঁর ব্যাগ, টাকা, মোবাইল—সব কেড়ে নেওয়া হয়েছে। তিনি আছেন সিরাজগঞ্জের সলঙ্গার দুর্গা বেলপাড়ায়। কিন্তু মা শুনেছিলেন চাঁপাইনবাবগঞ্জ। ছেলেকে আনতে তিনি চাঁপাইনবাবগঞ্জ যান। সেখানে গিয়ে ফোন করা নম্বরটিতে কল দিলে জানানো হয় এটি সলঙ্গা। ছেলের সন্ধানে ছবি নিয়ে আঙ্গুরা আবার সলঙ্গার দুর্গা বেলপাড়া যান। সেখানে বাজারের লোকজন ছবি দেখে তাঁকে জানান, ছেলেটিকে তাঁরা বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন। তারপর কোথায় গেছেন, তা তাঁরা জানেন না। ছেলের সন্ধান না পেয়ে তিনি গ্রামে ফেরেন।

আঙ্গুরা আরও বলেন, তাঁর এলাকায় গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র। ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রেও যান। কিন্তু সলঙ্গা থেকে নিখোঁজ বলে এখানে জিডি নেওয়া হয়নি। ছেলের সহায়তা পেতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান।

জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ রকম কোনো ঘটনা তাঁর জানা নেই। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্যও নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত