Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।

মুনতাসীর (বাংলা ওয়েব ফিল্ম)
অভিনয়: মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, শতাব্দী ওয়াদুদ
দেখা যাবে: বিঞ্জ
গল্প সংক্ষেপ: পুরুষেরাও জীবনে নির্যাতনের শিকার হয়। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। সামাজিক, পারিবারিক ও ব্যক্তিজীবনে পুরুষদের নির্যাতনের সেই গল্পই মূর্ত হয়েছে মুনতাসীর সিনেমায়।

দ্য উন্ডার (ইংরেজি সিনেমা)
অভিনয়: ফ্লরেন্স পিউ, টম বার্ক
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: আনা ওডোনেল নামের এক আইরিশ মেয়ের বাস প্রত্যন্ত এক গ্রামে। তার পরিবারের দাবি, চার মাস আগে ১১ বছরে পা দেওয়ার পর থেকে কিছুই মুখে দিচ্ছে না সে। না খেয়েই বেঁচে আছে। ইংল্যান্ড থেকে এলিজাবেথ নামের একজন নার্সকে পাঠানো হয় ঘটনার তদন্তে। 

সিতা রামাম (হিন্দি ডাবড তেলেগু সিনেমা)
অভিনয়ে: দুলকার সালমান, মৃণাল ঠাকুর, রশ্মিকা মন্দানা
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: কাশ্মীর সীমান্তে দায়িত্ব পড়ে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট রামের। সেখানে সীতা নামের এক মেয়ের কাছ থেকে একটি চিঠি পায়। সীতার সঙ্গে দেখা করে রাম। প্রেম হয় দুজনের। শিবিরে ফিরে সীতার কাছে চিঠি লেখে রাম। সেই চিঠি পৌঁছায় না সিতার কাছে। ঘটনা মোড় নেয় নাটকীয়তায়।

গডফাদার (তেলেগু সিনেমা)
অভিনয়: চিরঞ্জীবী, সালমান খান
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতার মৃত্যুতে বিশাল এক শূন্যতা তৈরি হয়। হঠাৎ করেই নেতৃত্বশূন্য হয়ে পড়ায় বিপাকে পড়ে দলটি। রাষ্ট্রীয় ও দলীয় নির্বাচন আর নেতৃত্ব নিয়ে শুরু হয়ে যায় নানা ষড়যন্ত্র। গডফাদার সিনেমাটি মালয়ালম সিনেমা লুসিফারের রিমেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত