বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক
নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার আসলে আলাদা করে কোনো প্রত্যাশা বা পরিকল্পনা থাকে না। সব সময়ই যেটা বলি, নতুন বছর উপলক্ষে সেটাই বলতে চাই। যেন আমি ভালো থাকি। আশপাশের সবাই, আমার সমাজ, বন্ধু, আমার দেশ—সবাই ভালো থাকুক।
যার যার জায়গা থেকে নিজেদের অদম্য চেষ্টা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। সদ্য বিদায়ী বছরে ফারিয়া, সিয়াম, রাজ—যাদের কাজ এসেছে, দর্শক সবাইকে গ্রহণ করেছে।
২০২২ সালে দর্শক যেভাবে আমাদের সবাইকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, আমি চাইব ভবিষ্যতে আমাদের দর্শক এভাবেই সাপোর্ট করুক। বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক। ২০২৩ সালে দর্শক আমাকে বেশ কয়েকবার পাবেন সিনেমা হলে। বছরের শুরুতেই আসছে আমার অভিনীত ‘ব্ল্যাকওয়ার’। আমাদের বাজেট, রিসোর্সেস—সব মিলিয়ে দেড় বছর ধরে চেষ্টা করেছি একটা ভালো সিনেমা উপহার দেওয়ার। সবাইকে অনুরোধ করব, সিনেমাটি দেখুন। কেমন করতে পারলাম, শেষ কথা আপনারাই বলবেন। (আরিফিন শুভ, অভিনেতা)
সবার জীবন সুন্দর হোক
দীর্ঘদিন পর গত বছর অনেক সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকেরা সিনেমা হলে ফিরেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সিনেমা প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন বছরেও চাইব হলে ভালো ভালো সিনেমা মুক্তি পাক। দর্শকের হলে আসার ধারাটা অব্যাহত থাকুক। আশা করছি, সব সময়ের মতো দর্শক চলচ্চিত্রকে সাপোর্ট করে যাবেন। বিনোদনের নতুন মাধ্যম ওটিটির অগ্রযাত্রাও বজায় থাকুক। ব্যক্তিগতভাবে গত বছরটা আমার অনেক ভালো কেটেছে। দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটা সব সময় মনে থাকবে। এ বছরও চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার। এ জন্য সিনেমায় যুক্ত হওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিচ্ছি। এ বছরও আমার দুটি চলচ্চিত্র মুক্তি পাবে। ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা দুটি দর্শকের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা। এ ছাড়া ওটিটি কাজও শুরু করব। কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। সবশেষে এটাই বলব, সবার জীবন সুন্দর হোক। (বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী)
সবাই যেন সুস্থ থাকি
লকডাউনের পর থেকে একটা মানসিক পরিবর্তন এসেছে। সুস্থভাবে বেঁচে থাকা যে অনেক বড় নেয়ামত, এটা অনেক সময় আমরা বুঝি না। এই যে মা-বাবা থেকে শুরু করে আত্মীয়স্বজন—আমরা সবাই সুস্থভাবে বেঁচে আছি, এটা অনেক বড় বিষয়। গত বছর কিন্তু আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি। যেমন শর্মিলী (আহমেদ) মা, তাঁর সঙ্গে লকডাউনের পরপর শুটিং করছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, বাসায় বসে থাকলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবি, কারণ হাঁটাচলা কম হয়। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। এই মানুষগুলোই যখন চলে যাচ্ছে, তখন সেটা আসলেই অন্য রকম কষ্টের। আশা প্রত্যাশা এটাই, যে কদিন আমরা বেঁচে আছি, যেন সুস্থ থাকি, সুন্দরভাবে থাকি।
কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন আমাদের সঙ্গে না ঘটে। আর যদি কাজের জায়গা থেকে বলি, গত দুই বছর এমন কাজগুলোই করছি, যেগুলো আগে করা হতো না। নতুন বছরেও যেন এমন বার্তাপ্রধান কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। (আবদুন নূর সজল, অভিনেতা)
ভালো কাজের সংখ্যা বাড়ুক
নতুন বছরে প্রত্যাশা থাকবে দেশের সবাই যেন ভালো থাকে। আমাদের ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যাক। সবাই যার যার জায়গা থেকে ভালো ভালো কাজ উপহার দেবে দর্শকদের। তাঁরাও আমাদের পাশে থাকবেন, এমনটাই আশা। গত বছর আমাদের অনেক কনটেন্ট প্রশংসিত হয়েছে। দেশের বাইরেও আমাদের কাজ নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যাশা করি, এই সংখ্যা এ বছর আরও বৃদ্ধি পাবে। আর যে সমস্যাগুলো রয়েছে তা সবাই সংঘবদ্ধভাবে কাজ করে সমাধান করার চেষ্টা করবে। কাজের জায়গা থেকে নিজের পরিকল্পনা হলো, গত বছর যেমন গেছে তার থেকে ভালো কিছু করার। ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং দিয়ে বছর শুরু হচ্ছে। এ ছাড়া আরও কিছু সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। চেষ্টা থাকবে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার।(আফরান নিশো, অভিনেতা)
আরও নতুন শিল্পী উঠে আসুক
করোনা কাটিয়ে গত বছর আমাদের সংগীতাঙ্গন আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করেছে। দীর্ঘদিন পর মিউজিশিয়ানরা কনসার্টে ব্যস্ত সময় পার করেছেন। অনেক নতুন গান প্রকাশ হয়েছে। সিনেমা ও নাটকের গান নতুন করে আলো ছড়িয়েছে। নতুন বছরে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সেটাই চাইব। অনেক গান প্রকাশ হোক, আরও নতুন শিল্পী উঠে আসুক। শ্রোতাদের কাছে প্রত্যাশা থাকবে, তাঁরা যেন ভালো গানের পাশে থাকেন। নতুন বছরে যেন আমাদের আন্তর্জাতিক কোলাবরেশন বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক ব্যান্ডগুলোর সঙ্গে আমাদের দেশের ব্যান্ড পারফর্ম করবে। বাইরের দেশের শিল্পীদের সঙ্গে দেশের শিল্পীরা গান করবে। এখনো যে হচ্ছে না বিষয়টা এমন নয়।
আমি খুব করে চাই, এই পরিধিটা আরও বৃদ্ধি পাক। নতুন বছরে যেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয়, এমনটাই প্রত্যাশা করছি। (কোনাল, সংগীতশিল্পী)
বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক
নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার আসলে আলাদা করে কোনো প্রত্যাশা বা পরিকল্পনা থাকে না। সব সময়ই যেটা বলি, নতুন বছর উপলক্ষে সেটাই বলতে চাই। যেন আমি ভালো থাকি। আশপাশের সবাই, আমার সমাজ, বন্ধু, আমার দেশ—সবাই ভালো থাকুক।
যার যার জায়গা থেকে নিজেদের অদম্য চেষ্টা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। সদ্য বিদায়ী বছরে ফারিয়া, সিয়াম, রাজ—যাদের কাজ এসেছে, দর্শক সবাইকে গ্রহণ করেছে।
২০২২ সালে দর্শক যেভাবে আমাদের সবাইকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, আমি চাইব ভবিষ্যতে আমাদের দর্শক এভাবেই সাপোর্ট করুক। বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক। ২০২৩ সালে দর্শক আমাকে বেশ কয়েকবার পাবেন সিনেমা হলে। বছরের শুরুতেই আসছে আমার অভিনীত ‘ব্ল্যাকওয়ার’। আমাদের বাজেট, রিসোর্সেস—সব মিলিয়ে দেড় বছর ধরে চেষ্টা করেছি একটা ভালো সিনেমা উপহার দেওয়ার। সবাইকে অনুরোধ করব, সিনেমাটি দেখুন। কেমন করতে পারলাম, শেষ কথা আপনারাই বলবেন। (আরিফিন শুভ, অভিনেতা)
সবার জীবন সুন্দর হোক
দীর্ঘদিন পর গত বছর অনেক সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকেরা সিনেমা হলে ফিরেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সিনেমা প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন বছরেও চাইব হলে ভালো ভালো সিনেমা মুক্তি পাক। দর্শকের হলে আসার ধারাটা অব্যাহত থাকুক। আশা করছি, সব সময়ের মতো দর্শক চলচ্চিত্রকে সাপোর্ট করে যাবেন। বিনোদনের নতুন মাধ্যম ওটিটির অগ্রযাত্রাও বজায় থাকুক। ব্যক্তিগতভাবে গত বছরটা আমার অনেক ভালো কেটেছে। দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটা সব সময় মনে থাকবে। এ বছরও চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার। এ জন্য সিনেমায় যুক্ত হওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিচ্ছি। এ বছরও আমার দুটি চলচ্চিত্র মুক্তি পাবে। ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা দুটি দর্শকের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা। এ ছাড়া ওটিটি কাজও শুরু করব। কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। সবশেষে এটাই বলব, সবার জীবন সুন্দর হোক। (বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী)
সবাই যেন সুস্থ থাকি
লকডাউনের পর থেকে একটা মানসিক পরিবর্তন এসেছে। সুস্থভাবে বেঁচে থাকা যে অনেক বড় নেয়ামত, এটা অনেক সময় আমরা বুঝি না। এই যে মা-বাবা থেকে শুরু করে আত্মীয়স্বজন—আমরা সবাই সুস্থভাবে বেঁচে আছি, এটা অনেক বড় বিষয়। গত বছর কিন্তু আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি। যেমন শর্মিলী (আহমেদ) মা, তাঁর সঙ্গে লকডাউনের পরপর শুটিং করছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, বাসায় বসে থাকলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবি, কারণ হাঁটাচলা কম হয়। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। এই মানুষগুলোই যখন চলে যাচ্ছে, তখন সেটা আসলেই অন্য রকম কষ্টের। আশা প্রত্যাশা এটাই, যে কদিন আমরা বেঁচে আছি, যেন সুস্থ থাকি, সুন্দরভাবে থাকি।
কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন আমাদের সঙ্গে না ঘটে। আর যদি কাজের জায়গা থেকে বলি, গত দুই বছর এমন কাজগুলোই করছি, যেগুলো আগে করা হতো না। নতুন বছরেও যেন এমন বার্তাপ্রধান কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। (আবদুন নূর সজল, অভিনেতা)
ভালো কাজের সংখ্যা বাড়ুক
নতুন বছরে প্রত্যাশা থাকবে দেশের সবাই যেন ভালো থাকে। আমাদের ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যাক। সবাই যার যার জায়গা থেকে ভালো ভালো কাজ উপহার দেবে দর্শকদের। তাঁরাও আমাদের পাশে থাকবেন, এমনটাই আশা। গত বছর আমাদের অনেক কনটেন্ট প্রশংসিত হয়েছে। দেশের বাইরেও আমাদের কাজ নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যাশা করি, এই সংখ্যা এ বছর আরও বৃদ্ধি পাবে। আর যে সমস্যাগুলো রয়েছে তা সবাই সংঘবদ্ধভাবে কাজ করে সমাধান করার চেষ্টা করবে। কাজের জায়গা থেকে নিজের পরিকল্পনা হলো, গত বছর যেমন গেছে তার থেকে ভালো কিছু করার। ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং দিয়ে বছর শুরু হচ্ছে। এ ছাড়া আরও কিছু সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। চেষ্টা থাকবে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার।(আফরান নিশো, অভিনেতা)
আরও নতুন শিল্পী উঠে আসুক
করোনা কাটিয়ে গত বছর আমাদের সংগীতাঙ্গন আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করেছে। দীর্ঘদিন পর মিউজিশিয়ানরা কনসার্টে ব্যস্ত সময় পার করেছেন। অনেক নতুন গান প্রকাশ হয়েছে। সিনেমা ও নাটকের গান নতুন করে আলো ছড়িয়েছে। নতুন বছরে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সেটাই চাইব। অনেক গান প্রকাশ হোক, আরও নতুন শিল্পী উঠে আসুক। শ্রোতাদের কাছে প্রত্যাশা থাকবে, তাঁরা যেন ভালো গানের পাশে থাকেন। নতুন বছরে যেন আমাদের আন্তর্জাতিক কোলাবরেশন বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক ব্যান্ডগুলোর সঙ্গে আমাদের দেশের ব্যান্ড পারফর্ম করবে। বাইরের দেশের শিল্পীদের সঙ্গে দেশের শিল্পীরা গান করবে। এখনো যে হচ্ছে না বিষয়টা এমন নয়।
আমি খুব করে চাই, এই পরিধিটা আরও বৃদ্ধি পাক। নতুন বছরে যেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয়, এমনটাই প্রত্যাশা করছি। (কোনাল, সংগীতশিল্পী)
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫