মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
কক্সবাজার বিমানবন্দরের এক পাশে নুনিয়ারছড়া এবং অপর পাশে কুতুবদিয়াপাড়া। এর মাঝখানে সমুদ্রে সম্প্রসারিত হচ্ছে নতুন রানওয়ে। এক সময় দুই পাড়ার যোগাযোগের জন্য রাস্তা ছিল। কিন্তু এখন নেই।
তাই বিপুল জনবসতিপূর্ণ এ দুই এলাকার মানুষ অবাধে চলাচল করে রানওয়ে দিয়ে। যখন-তখন রানওয়েতে ঢুকে পড়ছে গবাদিপশু। এতে নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখা দিয়েছে।
গত মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের ধাক্কা লাগে। বিমানের ডানপাশের পাখার আঘাতে দুটি গরুর মৃত্যু হয়। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে থাকা ৯৪ যাত্রী।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নুনিয়ারছড়ায় গিয়ে দেখা গেছে, রানওয়ের জিআই তারের ঘেরা বিভিন্ন স্থানে কেটে পথ করা হয়েছে। এসব পথের মাধ্যমে রানওয়ে দিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করছে মানুষ।
স্থানীয় বাসিন্দা আবু তৈয়ব বলেন, ‘বিমান চলাচল না থাকলে তেমন বাধা থাকে না। সকাল ও বিকালে মানুষের চলাচল বেশি থাকে। গরু-ছাগলও ঢোকানো যায়।’
ফাতেমা বেগম নামের এক নারী বলেন, ‘রানওয়ে দিয়ে নুনিয়ারছড়া থেকে কুতুবদিয়াপাড়ায় যেতে আমাদের সময় লাগে ১০ মিনিট। শহর দিয়ে যেতে হলে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। এ জন্য রানওয়ে দিয়ে যাতায়াত করি।’
সেখানে দায়িত্বে থাকা শফিক নামের এক আনসার সদস্যকে রানওয়ে দিয়ে লোকজনের যাতায়াতের বিষয়টি জিজ্ঞেস করতেই তিনি ক্ষেপে যান। তিনি বলেন, ‘এগুলো লিখে কী হবে?’
নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সীমানা প্রাচীর নির্মাণ না হওয়া পর্যন্ত রানওয়ে দিয়ে মানুষের যাতায়াত ঠেকানো কঠিন হবে।’
স্থানীয় নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি বলেন, ‘নতুন সম্প্রসারিত রানওয়েতে মানুষ ও গবাদিপশু ঢুকে পড়ার বিভিন্ন রাস্তা রয়েছে। এ কারণে মানুষ দূরের রাস্তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রানওয়ে দিয়ে পার হয়।’
এদিকে দুটি গরুর মৃত্যুর ঘটনা তদন্তে গত বুধবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় দায়িত্বে থাকা চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তুজা হোসেন বলেন, ‘এ ঘটনা তদন্তে কমিটির সদস্যরা কাজ করছেন। এতে কারও গাফিলতি আছে কি না, তা দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরের কয়েকটি পয়েন্টে সীমানা প্রাচীর সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলে মানুষ ও প্রাণী প্রবেশ বন্ধ হয়ে যাবে। কেটে যাবে নিরাপত্তাঝুঁকিও।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গত বুধবার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তা-সম্পর্কিত সমস্যাগুলো শিগগিরই সমাধানের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশ বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০-১২টি উড়োজাহাজ দৈনিক আসা-যাওয়া করে। এর মধ্যে বোয়িং ৭৩৭ বিমানও রয়েছে। এ ছাড়া ৫ থেকে ৬টি কার্গো বিমানও আসা-যাওয়া করে।
কক্সবাজার বিমানবন্দরের এক পাশে নুনিয়ারছড়া এবং অপর পাশে কুতুবদিয়াপাড়া। এর মাঝখানে সমুদ্রে সম্প্রসারিত হচ্ছে নতুন রানওয়ে। এক সময় দুই পাড়ার যোগাযোগের জন্য রাস্তা ছিল। কিন্তু এখন নেই।
তাই বিপুল জনবসতিপূর্ণ এ দুই এলাকার মানুষ অবাধে চলাচল করে রানওয়ে দিয়ে। যখন-তখন রানওয়েতে ঢুকে পড়ছে গবাদিপশু। এতে নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখা দিয়েছে।
গত মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের ধাক্কা লাগে। বিমানের ডানপাশের পাখার আঘাতে দুটি গরুর মৃত্যু হয়। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে থাকা ৯৪ যাত্রী।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নুনিয়ারছড়ায় গিয়ে দেখা গেছে, রানওয়ের জিআই তারের ঘেরা বিভিন্ন স্থানে কেটে পথ করা হয়েছে। এসব পথের মাধ্যমে রানওয়ে দিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করছে মানুষ।
স্থানীয় বাসিন্দা আবু তৈয়ব বলেন, ‘বিমান চলাচল না থাকলে তেমন বাধা থাকে না। সকাল ও বিকালে মানুষের চলাচল বেশি থাকে। গরু-ছাগলও ঢোকানো যায়।’
ফাতেমা বেগম নামের এক নারী বলেন, ‘রানওয়ে দিয়ে নুনিয়ারছড়া থেকে কুতুবদিয়াপাড়ায় যেতে আমাদের সময় লাগে ১০ মিনিট। শহর দিয়ে যেতে হলে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। এ জন্য রানওয়ে দিয়ে যাতায়াত করি।’
সেখানে দায়িত্বে থাকা শফিক নামের এক আনসার সদস্যকে রানওয়ে দিয়ে লোকজনের যাতায়াতের বিষয়টি জিজ্ঞেস করতেই তিনি ক্ষেপে যান। তিনি বলেন, ‘এগুলো লিখে কী হবে?’
নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সীমানা প্রাচীর নির্মাণ না হওয়া পর্যন্ত রানওয়ে দিয়ে মানুষের যাতায়াত ঠেকানো কঠিন হবে।’
স্থানীয় নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি বলেন, ‘নতুন সম্প্রসারিত রানওয়েতে মানুষ ও গবাদিপশু ঢুকে পড়ার বিভিন্ন রাস্তা রয়েছে। এ কারণে মানুষ দূরের রাস্তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রানওয়ে দিয়ে পার হয়।’
এদিকে দুটি গরুর মৃত্যুর ঘটনা তদন্তে গত বুধবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় দায়িত্বে থাকা চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তুজা হোসেন বলেন, ‘এ ঘটনা তদন্তে কমিটির সদস্যরা কাজ করছেন। এতে কারও গাফিলতি আছে কি না, তা দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরের কয়েকটি পয়েন্টে সীমানা প্রাচীর সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলে মানুষ ও প্রাণী প্রবেশ বন্ধ হয়ে যাবে। কেটে যাবে নিরাপত্তাঝুঁকিও।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গত বুধবার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তা-সম্পর্কিত সমস্যাগুলো শিগগিরই সমাধানের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশ বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০-১২টি উড়োজাহাজ দৈনিক আসা-যাওয়া করে। এর মধ্যে বোয়িং ৭৩৭ বিমানও রয়েছে। এ ছাড়া ৫ থেকে ৬টি কার্গো বিমানও আসা-যাওয়া করে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫